'আশ্রম'-এ ত্রিধার চরিত্র প্রশংসা পায়। এছাড়াও 'বন্দিশ ব্যান্ডিত'-এও তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেন। প্রথম থেকেই ত্রিধার মধ্যে এক অসাধারণ অভিনয় দক্ষতা দেখতে পাওয়া যায়। বর্তমানে বলিউডেই কাজ করছেন তিনি। 'আশ্রম'-এর পরের সিরিজেও তাঁকে দেখতে পাওয়া যাবে। যদিও সেই সিরিজ কবে সামনে আসবে, বা শ্যুটিং কতদূর এগিয়েছে কিছুই জানা যায়নি। ২০১১ সালে ত্রিধা ফ্রেশ ফেস খেতাব অর্জন করেন। কলকাতার স্কটিশের ছাত্রী তিনি। পড়াশুনোতেও বেশ দক্ষ। মাইক্রোবায়োলজি নিয়ে অর্নাস পাশ করার পর অভিনয়কেই প্রধান পেশা হিসেবে বেছে নেন নায়িকা।
ত্রিধা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। ছিপছিপে ফিগারের নানা সাহসী ছবি তিনি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সে সব মাঝে মধ্যেই ভাইরাল হয়। এছাড়া মডেলিংয়ের ছবিও পোস্ট করেন। মায়ের সঙ্গে জন্মদিনের ছবিও শেয়ার করতে দেখা যায়। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, যা এই মুহূর্তে চর্চায় রয়েছে। সুইমিংপুলে ভিজে শরীরে আগুন ছড়াচ্ছেন ত্রিধা। এই ভিডিও বেশ কয়েকদিন আগের। কিন্তু সম্প্রতি এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। ত্রিধার অভিনয়ের সঙ্গে সঙ্গে আবেদনে ভরা রূপের প্রশংসায় মেতেছেন সকলে।