গত সাতবছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসছে বাংলার বুকে ৷ শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগীদের কথা মাথায় রেখেই এ বছরও ‘স্বর সম্রাট’-এর আয়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ৷ রয়েছে বিরাট চমক ৷ কলকাতার বুকে পারফর্ম করতে আসছেন শাস্ত্রীয় সঙ্গীতের মায়েস্ত্রোরা ৷ ‘স্বর সম্রাট’-এ অনুষ্ঠান করবেন জাকির হুসেন, পারভিন সুলতানা এবং মল্লিকা সারাভাই ৷
advertisement
চলতি বছরে ‘স্বর সম্রাট’ উত্সব চলবে ৪ দিন ধরে। যার প্রথম ২ দিন অর্থাত্ ৮ এবং ৯ ডিসেম্বর ১২ জন তরুন শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। চলবে ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে। এরপর ১৫ এবং ১৬ ডিসেম্বরে তারকা সমাগম হবে এই উত্সবে। সব মিলিয়ে চলতি বছরে মহানগরের বুকে যে ক্ল্যাসিক্যাল মিউজিকের এক অনবদ্য অনুষ্ঠান হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আর এই অনুষ্ঠান নিয়ে কলকাতার সঙ্গীত তথা সাংস্কৃতিক মহলের মানুষজন বেশ উচ্ছ্বসিত ৷ তাঁরা সকলেই জানালেন বর্তমান প্রজন্ম শাস্ত্রীয় সঙ্গীতের দিকে ঝুঁকছে ৷ আর সেই কারণেই এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা আরও বেড়ে চলেছে ৷