২০২০-র ১১ সেপ্টেম্বর, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান ইউভান । জন্মের প্রথম মুহূর্ত থেকেই সে খুদে তারকা । হাসপাতালে তার প্রথম ছবি, তার হাসি, কান্না, খেলা, হামাগুড়ি, প্রথমবার দাঁড়ানো, একটু একটু করে বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে হামলে পড়ে দেখেছেন নেটিজেনরা ।
advertisement
এ বার সামনে এল ইউভানের স্নানের ভিডিও । দেখা গেল খালি গায়ে, হলুদ ফ্লোরাল প্রিন্টেড শর্টস পরে, মা শুভশ্রীর সঙ্গে জলকেলিতে মত্ত সে । বাথ টবে স্নান করতে দারুণ মজা পাচ্ছে খুদে । শুভশ্রীকে দেখা গেল কালো টি-শার্ট আর গ্রে শর্টস পরে ছেলের সঙ্গে জমিয়ে মজা করছেন তিনিও । ভিডিও দেখেই বোঝা যাচ্ছে ছুটির দিনে বন্ধু-বান্ধবদের সঙ্গে মজায় মেতে উঠেছিলেন রাজ-শুভশ্রী । আর সেই ভিডিও শুভশ্রীর ফ্যান পেজের তরফে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় ।