কিন্তু ধীরে ধীরে কাছে শুরু করেন দু’জনে ৷ তৈরি হয় গভীর সম্পর্ক ৷ আর সেই সম্পর্কই তুরস্কের বোদরুম শহরের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় পরিণতি পেয়েছে ৷ কলকাতা থেকে ৫৯৮৯ কিলোমিটার দূরে এলাহি বিয়ে সেরেছেন নুসরত ৷ টলিউডের কোনও সেলেব্রিটির ডেস্টিনেশন ওয়েডিং ৷ তাঁদের বিয়ের ছবি দেখার জন্য হাপিত্যেশ করে বসেছিলেন নুসরতের ভক্তকুল ৷ তবে অপেক্ষা করতে হয়েছিল একটু বেশিই ৷ বিয়ের পরদিন ভোরে ছবি পোস্ট করেছিলেন নুসরত নিজেই ৷
advertisement
এরপর বোদরুম শহরে প্রেমে মজেছিলেন নবদম্পতি ৷ সেই ছবিও নিজেই শেয়ার করেছিলেন নুসরতের স্বামী নিখিল ৷ গত রবিবার ভোরে বিয়ে সেরে কলকাতায় ফিরে এসেছিলেন তৃণমূল সাংসদ তথা নায়িকা ৷ এরপরই সংসদে গিয়ে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন নুসরত ৷ ইতিমধ্যেই গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছেন এই নায়িকা ৷ এ বার সামনে এল নুসরত ও নিখিলের প্রি-ওয়েডিং ভিডিও ৷ বিয়ের আগেই ‘নটিং বেলস’নুসরত আর নিখিলকে নিয়ে প্রি-ওয়েডিং শ্যুট করেছিল ৷ এ বার সামনে এল সেই মিষ্টি ভিডিও ৷