TRENDING:

হাত-মুখ রক্তে মাখামাখি, ভবানীপুর থানায় ফোন করলেন ঋদ্ধি সেন! প্রকাশ্যে এল ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মানুষের এক প্রখর অনুভূতিকে মনে করিয়ে দিলেন সৃজিত মুখোপাধ্যায়। চোখে মুখে তীব্র প্রতিশোধ স্পৃহা, কপালে ঘাম, নীল ব্যাকগ্রাউন্ড, মুক্তি পেল তাঁর তৃতীয় থ্রিলার ‘ভিঞ্চি দা’র ট্রেলার। এ গল্প প্রতিশোধের।
advertisement

বাইশে শ্রাবণ’ ও ‘চতুষ্কোণ’-এর মতো থ্রিলার ছবির পর এই ছবিতেও থ্রিলার আর সৃজন মিশতে চলেছে তার আঁচ পাওয়া যাচ্ছে ছবির নাম থেকে। বোঝাই যাচ্ছে ছক ভেঙেছেন সৃজিত। দ্য ভিঞ্চি নয় ৷ এই ছবির গল্প ভিঞ্চি দা’র ৷ পেশায় মাস্ক আর্টিস্ট। প্রকৃত শিল্পী যেমন হয়, কাজ নিয়ে যিনি এক্কেবারে আপস করতে পারেন না ৷ এখানে ঠিক তেমনই রুদ্রনীলের চরিত্রটি ৷ পেশাকে তিনি ভালোবাসেন। কিন্তু সময় এগোচ্ছে ৷ মানুষ এখন চটজলদি কাজে বিশ্বাসী ৷ তবে আসল শিল্পীর কদর এখন কোথায় ? তবে আধুনিকতার কথাটাও তো মাথায় রাখতে হবে ৷

advertisement

অতঃএব মেক-আপ নিয়ে পড়াশোবা শুরু করেন মানুষটি ৷ ঘটনাক্রমে একদিন স্টুডিও পাড়ায় এহেন মেক-আপ আর্টিস্টের সঙ্গে পরিচয় হয় আরেকজন মানুষের। সেই চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর চরিত্রটি এক সিরিয়াল কিলারের। তবে সমাজে ভালমানুষের মুখোশ পরে ঘুরে বেড়ান তিনি। তাঁর একটা ভালমানুষের মতো পেশাও রয়েছে। আইনজীবী। তবে খুন তাঁর প্যাশন। সেটিকে সে আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছে। নির্দিষ্ট প্যাটার্ন মেনে টার্গেট নির্বাচন করে সে। এই মাস্ক আর্টিস্ট আর সিরিয়াল কিলারের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘ভিঞ্চি দা’।

advertisement

ছবিতে রুদ্রনীল এবং ঋত্বিক ছাড়াও রয়েছেন অনির্বান ভট্টাচার্য, সোহিনী সরকার এবং ঋদ্ধি সেন ৷ ছবির কাহিনি যৌথভাবে লিখেছেন সৃজিত এবং রুদ্রনীল ৷ সিনেমাটোগ্রাফারের দায়িত্ব সামালাচ্ছেন সুদীপ্ত মজুমদার ৷ গানঘরের দায়িত্ব রয়েছে অনুপম রায়ের কাঁধে ৷

advertisement

গতকালই মুক্তি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চি দা’র ট্রেলার। যেই ট্রেলারটি দর্শকদের এই ছবিটি দেখার জন্য আগ্রহ যে কয়েকগুন বাড়িয়ে দেবে, এ কথা হলফ করে বলা যায় ৷ ট্রেলার এক্কেবারে শেষে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনকে ৷ যাঁকে ট্রেলারে কোনও একজনকে খুন করতে দেখা যায় ৷ কিন্তু কাকে খুন করছেন তিনি?তা জানতে হলে ‘ভিঞ্চি দা’র মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷

advertisement

আরও পড়ুন

#AkashShlokaWedding: গৌরি খানের সঙ্গে নেচে উঠলেন নীতা আম্বানি, দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
হাত-মুখ রক্তে মাখামাখি, ভবানীপুর থানায় ফোন করলেন ঋদ্ধি সেন! প্রকাশ্যে এল ভিডিও