কিছুদিন আগেও কালো শাড়ি পরে নেচে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি৷ এবার একেবারে আধুনিক পোশাকে নাচলেন অভিনেত্রী৷ নাচের স্টেপগুলোও বেশ আধুনিক! গানের কথার সঙ্গে মিলিয়েই যেন প্রচুর ভক্তের মনের হৃদস্পন্দন বেড়ে গেল তাঁর এই নাচে৷ সম্প্রতি তাঁর আরও একটি ভিডিও তুমুল প্রশংসা পেয়েছে নেটিজেনদের।
সন্দীপ্তা সেন (sandipta sen)। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। টলিউডে নায়িকা পা রাখেন ২০০৯ সালে। 'দুর্গা' ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় দিয়ে। অভিনয় শুরু করেই সে বছর টেলি সম্মানের বিচারে সেরা ডেবিউ অভিনেত্রী নির্বাচিত হন তিনি এর পরও বেশ কয়েক বার সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন তিনি। 'দুর্গা'র পর 'টাপুর টুপুর' সিরিয়ালেও টাপুরের চরিত্রে সবার নজর কাড়েন তিনি। এর পর 'তুমি আসবে বলে' ধারাবাহিকে অভিনেতা রাহুলের সঙ্গে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তুমুল জনপ্রিয় হয় তাঁদের জুটির অভিনয়। বাংলা টেলিভিশনে নিজের অভিনয়ে আলাদা করে ছাপ ফেলেন সন্দীপ্তা।