তারকা জুটির বিয়েতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত হয়ছিলেন অভিনেতা রাহুল, অভিনেত্রী তথা ত্বরিতার প্রাণের বন্ধু সন্দীপ্তা সেন, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, টলিউড অভিনেত্রী জুহি সেনগুপ্ত, টেলি অভিনেত্রী দীর্ঘই পাল, লোপামুদ্রা-সহ 'রানী রাসমনি' ধারাবাহিকের গোটা টিম। উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের ভাইয়ের বিয়ে, তাই কালো ধুতি পাঞ্জাবিতে রাজকেয় সাজে ছিলেন গৌরব। দেওরের বিয়েতে কালো বেনারসীতে সেজেছিলেন দেবলীনা কুমার।
advertisement
জুটির প্রি-ওয়েডিংয়ের আসর ছিল জমজমাট। জীবনের স্পেশ্যাল দিনের কোনও অংশ যাতে মিস না হয়, তাই সেই সব মুহূর্ত স্মরণীয় করে তুলতে মেহেন্দি, সংগীত সব অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছিল বর-কনের তরফে। সংগীতের অনুষ্ঠানে জমিয়ে নাচলেন জমিয়ে নেচেছেন ত্বরিতা-সৌরভ। অভিনেত্রী সন্দীপ্তাকেও নাচতে দেখা গিয়েছে।
শুধু বিয়ের দিনে নয়, নববধূ ত্বরিতাকে নাচতে দেখা গিয়েছে তাঁর গায়ে হলুদের সকালে। গায়ে হলুদের শাহ হয়ে যাওয়ার পরে সেই পোশাকেই ওপেন থিয়েটারের র্যাম্পে নাচতে দেখা যায় তাঁকে। একটি জনপ্রিয় রোম্যান্টিক হিন্দি গানে রিল বানিয়েছেন ত্বরিতা।