দেব-পাওলির পরবর্তী ছবি সাঁজবাতি৷ বার্ধক্যের অবসাদে ভুগতে থাকা মানুষদের সংখ্যা বেড়েই চলেছে৷ তাই নিয়ে বেড়েছে দুঃশ্চিন্তা৷ অনেক বয়স্ক মানুষই এখন একা৷ সেই একাকীত্ব কাটানোর উপায় কী? অনেক আলোচনা চলছে, হচ্ছে সেমিনার৷ পুলিশ-প্রশাসন পাশে দাঁড়িয়েছে বৃদ্ধ নাগরিকদের৷ এবার সেই ভাবনাকেই নিজের ছবিতে নিয়ে এলেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়৷ লিলি চক্রবর্তী-সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই ছবিতে থাকছেন দেব-পাওলি৷ সামনে এল তাদের নতুন ছবি সাঁঝবাতির ট্রেলার৷ এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন তিনি৷
advertisement
সেখানেই, দেবের বাংলা উচ্চারণ নিয়ে যে ধরণের রঙ্গরসিকতা চলে, সেই প্রসঙ্গ তুলে তিনি লীনা গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন যে কেন এমন সব শোনা সত্ত্বেও কেন তাকে ছবিতে নেওয়া হয়৷ লীনাদি জানান যে প্রথমে দেবকে ছবিতে নেওয়া নিয়ে কিছুটা দ্বিমত ছিলেন তিনি৷ কিন্তু ছবি তৈরির শেষে তিনি মনে করেন যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে দেব অন্যতম অভিনেতা৷
আরও পড়ুন ১৫ বছর পর প্রাক্তনের সঙ্গে দেখা হলে পাল্টে যায় সম্পর্কের রসায়ন? উত্তর মিলবে রবিবারে!
এই ছবিটি দেব-পাওলির প্রথম ছবি৷ দেবের প্রশংসা করেন পাওলিও৷ সাঁঝবাতি মুক্তি পেতে চলেছে বছর শেষে৷ একেবারে অন্য রকমভাবে দেখা যাবে দেবকে৷ তবে ট্রেলার লঞ্চে এসে এভাবে নিজের দোষত্রুটি নিয়ে খুল্লমখুল্লা মজা করে উপস্থিত দর্শকদের মন জয় করে নিলেন সুপারস্টার দেব!
