TRENDING:

টোটার সঙ্গে কোন সম্পর্কে জড়াতে চলেছেন ইন্দ্রাণী হালদার !

Last Updated:

হতে পারে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টোটা রায়চৌধুরী। এক সময়ে বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। কিন্তু তিনি সিরিয়াল করা ছেড়েছেন অনেক দিন। সিনেমাতেই টোটাকে দেখা যায় সব থেকে বেশি। তবে আবার প্রায় চার বছর পরে টেলি-ধারাবাহিকে ফিরছেন টোটা রায়চৌধুরী। শ্রীময়ী ধারাবাহিকে রোহিত সেন চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে।
advertisement

কিছুদিন আগেই স্টার জলসা-র একটি প্রোমো থেকে বোঝা গিয়েছিল যে এই ধারাবাহিকে এবার নতুন কোনও বড় চরিত্র আসতে চলেছেন টোটা। যিনি হয়ে উঠতে পারেন ‘শ্রীময়ী’-র জীবনের বিশেষ কোনও মানুষ। কে হতে পারেন সেই অভিনেতা, সেই নিয়ে দর্শকের মধ্যে তুমুল জল্পনা ছিল। সিরিয়ালে টোটা শ্রীময়ীর আগের চেনা মানুষ। হতে পারে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হবে। তবে টোটাকে টেলিভিশনে পেয়ে বাঙালি দর্শক আপাতত বেজায় খুশি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
টোটার সঙ্গে কোন সম্পর্কে জড়াতে চলেছেন ইন্দ্রাণী হালদার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল