কিছুদিন আগেই স্টার জলসা-র একটি প্রোমো থেকে বোঝা গিয়েছিল যে এই ধারাবাহিকে এবার নতুন কোনও বড় চরিত্র আসতে চলেছেন টোটা। যিনি হয়ে উঠতে পারেন ‘শ্রীময়ী’-র জীবনের বিশেষ কোনও মানুষ। কে হতে পারেন সেই অভিনেতা, সেই নিয়ে দর্শকের মধ্যে তুমুল জল্পনা ছিল। সিরিয়ালে টোটা শ্রীময়ীর আগের চেনা মানুষ। হতে পারে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হবে। তবে টোটাকে টেলিভিশনে পেয়ে বাঙালি দর্শক আপাতত বেজায় খুশি।
advertisement
Location :
First Published :
February 27, 2020 5:33 PM IST