মিঠাই (Mithai Serial) ধারাবাহিকে তোর্সা হল ভিলেন! মিঠাই আর সিদ্ধার্থের মাঝে রয়েছে সে৷ ক্রমাগত মিঠাই-সিদ্ধার্থের বিয়ে ভাঙা, ডিভোর্সের পিছনে মদত জুগিয়ে চলেছে৷ তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি৷ আপাতত নিজের জালে নিজেই ধরা পড়ে গিয়েছে তোর্সা৷ সিদ্ধার্থের চোখে খুবই খারাপ হয়েছে সে৷ এমনকি মোদক পরিবারের সকলের সামনেও তার মতলব ফাঁস হয়ে গিয়েছে৷ এখন কোন দিকে এগোবে তোর্সার চাল, সেদিকে নজর থাকবে দর্শকদের৷ অন্যদিকে মিঠায়ের সঙ্গে বিয়ের আর সংসার করার চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছে সিদ্ধার্থ৷ এখন মিঠাই-সিদ্ধার্থের ফুলসজ্জার অপেক্ষায় দর্শক৷
advertisement
তোর্সা ওরফে তন্বী রায় খুবই ফিটনেস সচেতন৷ নিয়মিত এক্সারসাইজ করেন তিনি৷ শরীরে নেই মেদ৷ একেবারে ছিপছিপে গড়ন৷ কতটা ফিট তিনি তা বোঝা গেল তাঁর নতুন ভিডিওতে৷ হাতে তাঁর নতুন ফোন৷ আর সেই ফোনেই শ্যুট করে ফেললেন ভিডিওটা৷ ধীরে ধীরে হাঁটু মুড়ে তিনি করলেন স্কোয়াট৷ আর এমন স্কোয়াট যে তিনি হাঁটু মুড়েই হাত ও মাথা দিয়ে ছুঁয়ে ফেললেন মাটি! বাপ রে বাপ! দেখেই যেন ঘাম ঝড়ার জোগাড়৷ ধন্যি মেয়ে! তবে অভিনেত্রী দেখে এমন স্কোয়াট করার চেষ্টা করবেন না৷ কারণ নিয়মিত চর্চা না থাকলে এমন এক্সারসাইজ করা খুবই মুশকিল৷