রবিবার ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় দু’জনের প্রেমের উষ্ণতার আঁচ লেগেছিল পি সি চন্দ্র গার্ডেনসের বিশাল লনে। গালা রিসেপশনে মুঘল সাজেই সেজেছিলেন দু'জনে। তৃণা পড়েছিলেন গাঢ় মেরুন রঙের ঠাসা কাজের লেহেঙ্গা। সিঁথিতে মোটা সিঁদুর এবং গা ভর্তি গয়না। খোলা চুল-কপালে ছোট্ট টিপ। অন্যদিকে, নীলের পরনে ছিল মেরুন শেরওয়ানি। কাঁধে ঝুলিয়ে ছিলেন সোনালি উত্তরীয়।বউয়ের সঙ্গে মিলিয়ে নীলের পরনে ছিল শেরওয়ানি সঙ্গে সোনালী উত্তরীয়।
advertisement
এ দিন একে একে একাধিক গানের পারফরমেন্স ছিল নবদম্পতির। পাশাপাশি, প্রেমের আবেগে ভেসে গিয়েছেন দু'জনে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে সেই 'টুম্পা সোনা'-ই। ফুলসজ্জার রাতে ভাইরাল এই গানে নেচে যেভাবে তাক লাগ্যেছিলেন নববধূ তৃণা, এ দিনও তার ব্যতিক্রম হল না। অতিথিদের সঙ্গে নিয়েই 'রেস্ট ইন প্রেম' সিরিজের জনপ্রিয় 'টুম্পা সোনা' গানের তালে উদ্দাম নাচলেন নবদম্পতি। গানের তালে ঠুমকায় ঝড় তুললেন তৃণার শ্বশুরবাড়ির অতিথিদের পাশাপাশি টলিউডের পরিচিত মুখেরা।