TRENDING:

আজ ওম-মিমির বিয়ে, বন্ধুর গায়ে হলুদে 'কালা চশমা'য় উদ্দাম নাচ টলি অভিনেত্রীর, মুহূর্তে ভাইরাল ভিডিও...

Last Updated:

অভিনেত্রী মিমির গায়ে হলুদে 'কালা চশমা' গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে নায়িকাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন নিজেই। তারপর নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাণের বন্ধুর বিয়ে বলে কথা, সেখানে সাজগোজ হবে না, নাচা-গানা হবে না, তা আবার হয় নাকি? মোটেই হয় না। ঠিক যেভাবে টলি অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় এবং অভিনেতা জুপিটার বন্দ্যোপাধ্যায়ের  বিয়েতে চরম এক্সাইটেড ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। একই ভাবে অভিনেত্রী মিমি দত্ত এবং অভিনেতা ওম সাহানির বিয়েতে জমিয়ে মজা করছেন টলি অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।
advertisement

আজ পরিণতি পাচ্ছে ওম-মিমির দীর্ঘ পাঁচ বছরের প্রেম। ২০২১-র প্রথম দিনেই রেজিস্ট্রি বিয়েটা সেরে ফেলেছিলেন। আজ সন্ধ্যায় সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন টলিউডের জনপ্রিয় জুটি অভিনেতা ওম সাহানি এবং তাঁর প্রেমিকা অভিনেত্রী মিমি দত্ত। ইতিমধ্যেই আইবুড়োভাত, মেহেন্দি, সঙ্গীতের পর্ব মিটেছে। সেই সব অনুষ্ঠানের ছবি ওম-মিমি এবং তাঁদের বন্ধুরা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আজকের গায়ে হলুদের ছবিও দেখে ফেলেছেন মিমি-ওমের ফ্যানরা।

advertisement

এ দিন মিমির গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউডের বন্ধু এবং পরিবারের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন টেলি নায়িকা সায়ন্তনী গুহ ঠাকুরতা। হলুদ শাড়ি, কালো ব্লাউজ, চোখে কাল রোড চশমা পরে নাচলেন ব্যাপক। না না ভুল পড়ছেন ন। মিমির গায়ে হলুদে 'কালা চশমা' গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে নায়িকাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন নিজেই। তারপর নিমেষে তা ভাইরাল হয়ে গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ২০১১ -এ পরিচয় হয়েছিল ওম সাহানি ও মিমি দত্তের। ধারাবাহিক 'আলোর বাসা'-এ কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। তবে ২০১৭ থেকে প্রেমের শুরু। জানা গিয়েছে, ওম বিহারি হলেও বাঙালি মতেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। লাল বেনারসিতে বাঙালি কনের সাজে সাজবেন মিমি। তবে রিসেপশনের তারিখ এখনও ঠিক হয়নি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
আজ ওম-মিমির বিয়ে, বন্ধুর গায়ে হলুদে 'কালা চশমা'য় উদ্দাম নাচ টলি অভিনেত্রীর, মুহূর্তে ভাইরাল ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল