আমাদের ঘরের কাছের টলিউডও পিছিয়ে নেই । টলিপাড়ায় বহু তারকারা করোনা আক্রান্ত হয়েছেন । কেউ কেউ লড়াইয়ে হার মেনেছেন, কেউ এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন । আবার অনেকে এগিয়ে এসেছেন অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে । নাহ, তারকা হয়ে নিজের স্টারডম ধরে রাখা নয় । সাধারণ মানুষ হয়ে নিজের যথাসর্বস্ব বিলিয়ে দিতে উদারহস্ত আজ তাঁরা । কেউ জোগাড় করছেন রক্ত, কেউ বা অক্সিজেন, কেউ উদভ্রান্তের মতো চেষ্টা করে চলেছেন কোনও এক অজানা, অপরিচিত যুবকের জন্য হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করতে ।
advertisement
টলি-নায়িকা ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) বরাবরই নানারকম সমাজসেবার কাজে নিজেকে জড়িয়ে রাখেন । অনাথ দুঃস্থ শিশুদের পাশে দাঁড়ায় তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন । এ বার কোভিড পরিস্থিতিতে তিনি এগিয়ে এলেন ১০০ জন বয়স্ক, সমাজের পিছিয়ে পড়া মানুষকে করোনার টিকা দেওয়ানোর কাজে । নিজের সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই শেয়ার করেছেন নায়িকা । ঋতাভরী ও তাঁর প্রিয় বন্ধ রাহুল দাসগুপ্ত, দু’জনে মিলে এই উদ্যোগটা নিয়েছিলেন । সকলকে নিজেরাই নিয়ে গিয়েছিলেন বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ানোর জন্য । সেই কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন তাঁরা । এর পাশাপাশি নিজের ভক্তদের কাছেও ঋতাভরী আবেদন জানিয়েছেন, সকলে যেন স্বাস্থ্যবিধি পালন করে চলেন । মাস্ক পরেন ও সাবধানে থাকেন ।