২০২০ সালের ডিসেম্বরে মরসুমের প্রথম বিয়ে সারেন উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস কুমারের একমাত্র মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমার। তার ঠিক এক মাসের মাথায় জানুয়ারির ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ অর্থাৎ জুপিটার বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। সৌরভ আবার উত্তম কুমারের ভাই তরুণ কুমারের নাতি।
advertisement
ফেব্রুয়ারিতে পর পর দু'দিনে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মিমি দত্ত, অভিনেতা ওম সাহানি এবং অভিনেত্রী তৃণা সাহা-অভিনেতা নীল ভট্টাচার্য। ওম এবং মিমি বিয়ের পিঁড়িতে বসেছিলেন ৩ ফেব্রুয়ারি। সে দিন বৈদিক মতে গান এবং মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তাঁদের শুভ পরিণয় সম্পন্ন হয়। ৫ ফেব্রুয়ারি ছিল তাঁদের রিসেপশন অর্থাৎ বউভাত।
এ দিন হালকা সবুজ রঙা শেরওয়ানি পরেছিলেন ওম। মিমিকে দেখা গিয়েছে নীল কাঞ্জিভরম শাড়ি আর ভারী সোনার গয়নায়। হাতে শাঁখা-পলা, সিঁথিতে ছিল চওড়া সিঁদুর। সেই সাজেই স্বামী ওমের সঙ্গে নাচতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মিমিকে। জনপ্রিয় 'রঙ্গবতী' গানে দেদার কোমর দুলিয়েছেন দু'জনে। তাঁদের সেই নাচ উপভোগ করেছেন বিয়েবাড়িতে উপস্থিত আমন্ত্রিতেরা সকলেই। অনেকে আবার তাঁদের সঙ্গে নেচে উঠেছেন তাল মিলিয়ে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় তাঁদের নাচের এই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী মিমি। যা ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখেছেন। বলা ভাল ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "রঙ্গবতী সবসময় স্পেশ্যাল"।