সংক্রমণ থেকে বাদ যাচ্ছে না কেউ । প্রবীণদের পাশাপাশি এ বার আক্রান্ত হচ্ছে শিশুরাও । বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কেউই বাদ নেই । ক’দিন আগেই জানা গিয়েছিল টলিউডে করোনা তার কড়াল থাবা বসিয়েছে । আক্রান্ত হয়েছেন সুপারস্টার জিৎ, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । আক্রান্ত হয়েছেন টলি-অভিনেতা এবং পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়ও । এ বার আক্রান্ত নাট্য-ব্যাক্তিত্ব ও অভিনেতা কৌশিক সেন (Koushik Sen) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী রেশমী সেন (Reshmi Sen)।
advertisement
জানা গিয়েছে, গত ১০ এপ্রিল কোভিড টিকা নিয়েছিলেন দু’জনেই । কিন্তু তারপরেও করোনায় আক্রান্ত হয়েছেন টলিউডের এই দুই তারকা দম্পতি । করোনার টিকা নেওযার পর থেকেই শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তাঁরা । করোনা টেস্ট করাতে প্রথম কৌশিক সেনের রিপোর্ট পজেটিভ আসে । এরপর ১৮ এপ্রিল ইতিবাচক রিপোর্ট আসে রেশমীরও । দু’জনেই হোম কোয়ারেন্টাইনে আছেন । তাঁদের শারীরিক অবস্থাও স্থিতিশীল বলেই জানা গিয়েছে । চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও স্বাস্থ্যবিধি মেনে চলছেন দু’জনেই ।