সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমের পাতা এই সব হৃদয়বিদারক ছবিতে ভরে উঠলেও কেন তা নিয়ে কোনও উচ্চবাচ্য নেই দেশের তারকাদের । কেন কোনও ‘হ্যাশট্যাগ’ তৈরি হয়নি । কেন কেউ তাঁদের নিয়ে দু’কলম লিখছেন না । এমনই নানা প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন টলিউড নায়ক দেব । যিনি রাজ্য সরকারের একজন নির্বাচিত সাংসদও বটে । তিনি নিজে বহু পরিযায়ী শ্রমিককে তাঁদের ঘরে ফিরিয়ে দেওয়ার কাজ করে চলেছেন । দিন কয়েক আগেই নেপালে আটরকে পড়া ৩৬ জনকে শ্রমিককে ফিরিয়ে এনেছেন দেব । কিন্তু যেখানে আমেরিকার জ্বলন্ত ইস্যু ‘ব্ল্যাক লিভস ম্যাটার’ বা কেরলের গর্ভবতী হাতির মৃত্যু নিয়ে সোচ্চার হচ্ছেন দেশের দায়িত্ববান নাগরিকরা, সেখানে দেশের অভ্যন্তরে ঘটে চলা পরিযায়ী শ্রমিকদের এমন দূর্দশার কথা কেন স্থান পাচ্ছে না তারকাদের কলমে? আহত দেব তাই ক্ষোভ উগড়ে দিলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের দেওয়ালে ।