TRENDING:

বিমানে মিমির পাশে বসতে চাইলেন না অঙ্কুশ ! বন্ধুত্বে চিড় ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইদানীং টলিটাউনে মিমি আর অঙ্কুশের জুটির চাহিদা বেশ ভাল! অনেক পরিচালকই তাঁদের একসঙ্গে কাস্ট করতে চাইছেন! দর্শকও তাঁদের পছন্দ করছেন! শুধু অনস্ক্রিনই নয়, অফস্ক্রিনেও মিমি অঙ্কুশের কেমিস্ট্রি দারুণ, তাঁরা খুব ভাল বন্ধু! কিন্তু আচমকা কী হল? বন্ধুত্বে চিড় ধরল নাকী?
advertisement

প্রশ্নর সুত্রপাত সম্প্রতি একটি ঘটনা থেকে। শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে যাচ্ছিলেন মিমি, অঙ্কুশ। স্বাভাবিকভাবেই দু'জনের আসন ছিল পাশাপাশি। কিন্তু মিমির পাশে বসতে চাইলেন না অঙ্কুশ! অনুরোধ করলেন তাঁর আসন পালটে দেওয়ার জন্য। কিন্তু কেন এরকম আচরণ করলেন 'ভিলেন'স্টার ? নিশ্চয়ই মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ?

না, না! চিন্তার কোনও বিষয় নেই! মিমির 'লেগ পুল' করতেই এমনটা করেছেন অঙ্কুশ! আসলে মিমি ঘুমনোর চেষ্টা করছিলেন। আর সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কুশ! ক্যাপশনে লিখেছেন, ‘দয়া করে কেউ আমার আসন বদলে দিন।’

advertisement

Photo Source: Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-'' আমাকে রীতিমতো লুঠ করেছিল ওই পরিচালক'' বিস্ফোরক স্বরা ভাস্কর

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিমানে মিমির পাশে বসতে চাইলেন না অঙ্কুশ ! বন্ধুত্বে চিড় ?