বিধানসভা নির্বাচনের (election) আগে দলে দলে রাজনীতিতে যোগ দেওয়ার ঢল নেমেছিল টলিপাড়াতেও। গত এক মাস ধরে একের পর এক তারকাকে দেখা গিয়েছিল রঙের পতাকা হাতে তুলে নিতে। কেউ গেরুয়া তো কেউ সবুজ। কেউ আবার লাল। অনেকে আবার ভোটের মুখে বদলালেন পুরনো দল। তবে মুষ্টিমেয় কেউ কেউ সেই রাস্তা মাড়াননি। বরং প্রত্যক্ষ রাজনীতিতে যোগ না দিয়েও নিজের মতামত প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য জন-মাধ্যমে। এই তালিকায় নবতম সংযোজন তিয়াশা ও শ্রীময়ী। কৃষ্ণকলি সিরিয়ালের সেই নায়িকা ও খলনায়িকাকেই এবার একসঙ্গে দেখা গেল তৃণমূলের হয়ে ভোট প্রচারে।
কিন্তু তাই বলে সিরিয়ালের নায়ক নীল ভট্টাচার্য ওরফে নিখিলের মতো সক্রিয় রাজনীতিতে যোগ দেননি তিয়াশা। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালবাসা থেকেই প্রচারে অংশ নেন তাঁরা। এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তিয়াশা ও শ্রীময়ীকে। ছবির ক্যাপশনে ‘জয় বাংলা’ স্লোগানও দেন শ্রীময়ী।
তবে এটাই প্রথম নয়, এর আগে তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের হয়ে প্রচার করতে দেখা যায় শ্রীময়ী ও তিয়াশাকে। তাঁদের সঙ্গী হয়েছিলেন 'কে আপন কে পর'-খ্যাত জবা ও পরমও। উত্তরপাড়া থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কাঞ্চন। হুডখোলা জিপে করে প্রচারের পাশাপাশি প্রচারের ফাঁকে পেটপুরে খানাপিনাও করেন চারজন।