প্রায় একই গল্প, প্রায় একই নাম নিয়ে, একই সময়ে আসতে চলেছে বাংলার যুযধান দুই চ্যানেলের দু’টি ধারাবাহিক ৷ বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে প্রথম ট্রেলরটি বাজারে নিয়ে আনে জি-বাংলা ৷ প্রথমে টিজার ছাড়লেও ট্রেলরের দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিল জলসা ৷ এরপরেই তড়িঘড়ি ট্রেলর নিয়ে আসে স্টারও ৷ তবে দুই চ্যানেলের ধারাবাহিকের নাম সামান্য আলাদা ৷ স্টার জলসার ধারাবাহিকটির নাম ‘প্রথমা কাজম্বিনী’ ৷ জি-বাংলায় শুধুই ‘কাদম্বিনী’ ৷ জলসায় নাম ভূমিকায় রয়েছেন সোলাঙ্কি রায় ৷ আর জি-বাংলায় কাদম্বিনী হয়েছেন ঊষসী রায় ৷
advertisement
এবার নতুন সিরিয়ালের পরবর্তী টিজারটিও বাজারে নিয়ে এল স্টার ৷ নতুন এই টিজারে আরও ভাল করে দেখানো হয়েছে কাদম্বিনীর জীবনের গল্প ৷ সেই পর্দানশীন যুগে, যেখানে নারী স্বাধীনতা সোনার পাথরবাটির মতোই অলীক কল্পনা ছিল, সেখানে কতটা লড়াই করে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়েছিল কাদম্বিনীকে তা দেখানো হয়েছে নতুন সেই টিজারে ৷
সেকালের হিন্দু বাড়ি ছিল কুসংস্কারে আচ্ছন্ন ৷ তাই মহিলা চিকিৎসক রজঃস্বলা কি না তার প্রমাণও দিতে হয়েছিল প্রথম বাঙালি মহিলা ডাক্তারকেও ৷