TRENDING:

‘এই আবহাওয়ায় খুবই প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক নেই’, দুঃখের কথা জানালেন শ্রীলেখা

Last Updated:

১৭ বছর আগে বিয়ে হয়েছিল পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে । কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সেই দাম্পত্য । এখন তিনি সিঙ্গল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি সুন্দরী, সুদক্ষ অভিনেত্রী, চৌখস...আবার বিতর্কিতও । একাধিকবার প্রকাশ্যে নিজের মতামত জানিয়ে সমালোচিত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র । কিন্তু তাতে অবশ্য খুব একটা যায় আসে না শ্রী’র । তিনি নিজের মতো । একাধিক বিতর্ক, সমালোচনার পরেও নিজের মতামত স্পষ্ট ভাবে জানাতেই ভালবাসেন অভিনেত্রী । কখনও মেয়ের জন্মদিনে উদ্দাম নাচ, কখনও বা ফেসবুক পোস্টে নির্দ্বিধায় লিখে ফেলা ‘বয়স কমে যাচ্ছে’, সবই সম্ভব তাঁর পক্ষে ।
advertisement

শ্রীলেখা বিবাহবিচ্ছিন্না । মেয়েকে নিয়ে একাই থাকেন তিনি । অবশ্য শ্রীলেখার সংসারে রয়েছে অনেকগুলি পোষ্য । তাদের নিয়ে দিন কেটে যায় অভিনেত্রীর । ১৭ বছর আগে বিয়ে হয়েছিল পরিচালক শিলাদিত্য সান্যালের সঙ্গে । কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সেই দাম্পত্য । যদিও ডিভোর্স হয়ে গেলেও এখনও দু’জনের মধ্যে বন্ধুত্বটা রয়ে গিয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু এই শীতের কুয়াশা মাখা সকালে একজন নিজের মানুষের অভাব যেন আরও বেশি করে অনুভব করছেন শ্রী । জমে যাওয়া কনকনে ঠান্ডায় এই সময় কম্বলের তলা থেকে বেরতে মোটেই ইচ্ছে করে না । তার সঙ্গে যদি মনের মানুষটিকেও কাছে পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা । আর ঠিক সেই অভাবটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন শ্রীলেখা । তাই তো শীতের সকালে বিছানা ছাড়ার আগে ফেসবুকে তাঁর আহ্লাদী পোস্ট, ‘‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক পাচ্ছি না । সবই কপাল ।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘এই আবহাওয়ায় খুবই প্রেম পাচ্ছে, কিন্তু প্রেমিক নেই’, দুঃখের কথা জানালেন শ্রীলেখা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল