সেই অন্য পুরুষটি আর কেউ নন, শাহেনশা অমিতাভ বচ্চন! কী? চোখ কপালে উঠছে তো? আসলে এথনিক পোশাকে আকর্ষণীয় সোহিনীকে এদিন পাওয়া গেল একেবারেই ভিন্ন অবতারে। কালো প্যান্ট, টিশার্ট ও ব্লেজার পরে এসেছিলেন তিনি। তবে সবার নজর আটকেছিল অভিনেত্রীর ব্লেজারে। বিগ বি অমিতাভ বচ্চনের ছোট ছোট ছবি দিয়ে ডিজাইন করা ছিল সোহিনীর ব্লেজারটি যা সহজেই চুম্বকের মত নজর টেনে নিচ্ছিল আসেপাশের মানুষের। সর্বাঙ্গে অমিতাভ নিয়ে সেদিনের আসরে ছিলেন সোহিনী। এরপর সেই ছবি ভাইরাল হতেই সোহিনীর বিগ বি ব্লেজার নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।
advertisement
বিনোদন জগৎ মানেই নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ডের প্রদর্শনী। বলি থেকে টলি, তারকারা যাই পরুন না কেন তা সংবাদ শিরোনামে। কিন্তু সময় যত এগিয়েছে ততই ফ্যাশন থেকে লাইফ স্টাইল, সবকিছু নিয়েই নেটিজেনদের ট্রলের মুখে পড়তে হয়েছে তারকাদের। দুরন্ত ফ্যাশন সেন্সের জন্য প্রশংসার পাশাপাশি অন্যরকম সাজের জন্যও চলে ট্রোলের বন্যা। অভিনেত্রী সোহিনীর নতুন এই ব্লেজারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠতেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
নেটিজেনদের একাংশের একেবারেই পছন্দ হয়নি সোহিনীর এই লুক। তাঁদের মতে সোহিনীকে ট্র্যাডিশনাল পোশাকেই বেশি মানায়। আবার এই ব্লেজারে অভিনেত্রীকে অসাধারণ মানিয়েছে বলে প্রশংসায় ভরিয়ে দিতেও দেখা গিয়েছে অনেককে। সঙ্গী রণজয়ের পরনে এদিন ছিল ফর্মাল কালো শার্ট ও ধূসর প্যান্ট। সব ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন সোহিনী। প্রতিটি ছবিই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।