সে তো না হয় হল। কিন্তু শিলাজিৎ এমন একটা গান লেখার কথা ভাবলেন কেন? তা হলে কী তিনিও খেয়েছিলেন দাগা? গানটা লাইনটা একবার গেয়ে নিয়ে শিলাজিৎ বললেন, "সে এক কঠিন সময় ছিল আমার জীবনে। প্রেম না থাকলে গান আসবে কোথা থেকে! রবি ঠাকুরের এত প্রেমিকা ছিলেন বলেই না অত ভাল লিখেছেন তিনি। তবে বিরহ তাঁর পিছনও ছাড়েনি। সেখানে আমি আর কে! দাগা না খেলে জীবন বৃথা। গানটা লেখার আগে একটা মেয়েকে আমার খুব ভাল লেগেছিল। তার সঙ্গে যোগাযোগও ছিল। কিন্তু হঠাৎ করেই একদিন যোগাযোগ বন্ধ হয়ে যায়! তার ফোন নম্বরটা ছিল আমার কাছে। কিন্তু আমি ওকে ফোন করব না। এদিকে নম্বরটাও ভুলতে পারছি না। না ঘুমাতে পারছি, না পারছি খেতে। তখনই এই গানটা আমার মাথায় এল। লিখে ফেললাম, 'যা পাখি উড়তে দিলাম তোকে...' গানটা লেখার পর আর কোনও দিন মনে পড়েনি তাকে। একবারের জন্যও না! ভুলতে গেলে লিখতে হবে।" সত্যিই জীবনে দাগারও দরকার আছে!
advertisement
আরও ভিডিও দেখুন--->