এই ফেস্টিভালের শেষ দিন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের একটি শো-এরও আয়োজন করা হয়েছে। গার্গী বেশ উচ্ছসিত এই ফেস্টিভাল নিয়ে কারণ তিনি সেখানে হাজির হবেন তার নতুন ছবি 'শ্রাবনের ধারা' নিয়ে।পরিচালক অরিন্দম শীল ইতিমিধ্যেই এই প্রজেক্টের জন্য একটি তথ্যচিত্রও বানিয়ে ফেলেছেন সিকিম নিয়ে।তাঁর কথায় "ইতিহাসে প্রথম এই বছরই সিকিমের মানুষ ফেস্টিভালের স্বাদ পেতে চলেছেন। তাঁদের কাছে দারুণ আনন্দের ব্যাপার। তা ছারা সারা ভারত থেকে যারা ওখানে শুটিং করতে যেতে চান তাঁদের সাদরে স্বাগত জানাতে প্রস্তুত সিকিম সরকার।এই চলচ্চিত্র উৎসবে মোট ২০টা ছবি দেখান হবে তিন দিনে। সুদেষ্ণা রায় অভিজিৎ গুহ পরিচালিত 'শ্রাবনের ধারা' ছাড়াও অরিন্দম শীলের 'মিতিন মাসি' ও পরিচালক অশোক বিশ্বনাথনের 'অন্ধকারের আলো' মোট এই তিনটি বাংলা ছবি দেখান হবে এই উৎসবে। মুম্বাই থেকে মনীষা কৈরালা, রণধীর কাপুর, পদ্মিনী কোলাপুরীর মতন অভিনেতারাও থাকবেন এই উৎসবে। বাংলা ছাড়াও তামিল, মালায়ালাম, ভোজপুরি, গুজরাটি, অহমিয়া, মারাঠি ও হিন্দি ভাষাতেও ছবি দেখান হবে গ্লোবাল সিনেমা ফেস্টিভালে।
advertisement
SREEPARNA DASGUPTA