TRENDING:

বাংলায় নেতাজির গুমনামী রহস্য নিয়েই ছবি তৈরির কাজ শুরু হয়েছিল অনেক আগেই, দাবি পরিচালক অম্লানকুসুম ঘোষের

Last Updated:

এই পুজোতে মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি৷ কিন্তু তার ঢের আগে এই বিষয়টির ওপর ছবির পরিচালনা শুরু করেছেব অম্লানকুসুম ঘোষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলায় আরও এক ছবিতে নেতাজির গুমনামী রহস্য৷ অন্তর্ধানের পর দেশে ফিরে এসেছিলেন নেতাজি সুভাষ এবং ছদ্মবেশে তিনিই ছিলেন গুমনামী বাবা৷ এই ত্বত্তের ওপর তৈরি হয়েছে ছবি৷ একই বিষয়ের অপর তৈরি ছবি গুমনামী বাবা৷  এই পুজোতে মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই  ছবি৷ কিন্তু তার ঢের আগে এই বিষয়টির ওপর ছবির পরিচালনা শুরু করেছেব অম্লানকুসুম ঘোষ৷ ছবির নাম সন্ন্যাসী দেশনায়ক৷
advertisement

Photo Courtesy: AARON MEDIA

যদিও অর্থ সঙ্কটের কারণে ছবিটি মাঝপথে থমকে যায়৷ অম্লানবাবু একজন ডকুমেন্টরি ফিল্ম মেকার৷ ২০০৭-এ এই একই বিষয়ের ওপর তিনি তৈরি করেন এক তথ্যচিত্র৷ যার নাম ছিল ব্ল্যাক বক্স অব হিসট্রি৷ তারপরই তিনি পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি তৈরির দিকে ঝোঁকেন৷ তার ছবির গুমনামী বাবার চরিত্রে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷

advertisement

Photo Courtesy: AARON MEDIA

ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দক্ষতা ও হিন্দি-ইংরেজির ওপর তাঁর দখলের জন্যই তাঁকে এই চরিত্রে বেছে নিয়েছিলেন পরিচালক৷ ২৩শে জানুয়ারি ২০২০ মুক্তি পাবে ছবি৷ তিনি কোনও প্রতিযোগিতায় নেই, স্পষ্ট করেছেন অম্লানবাবু৷ তাই সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামী বাবা নিয়ে কোনও অভিমান নেই তাঁর৷

advertisement

Photo Courtesy: AARON MEDIA

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ২ লাখ টাকায় ১০ লক্ষ টাকার ড্রোন, আছে লোনের সুবিধা! ঘরে বসে সারাবছর আয়
আরও দেখুন

তাঁর কথায়, 'সৃজিতবাবু অত্যন্ত যোগ্য একজন পরিচালক৷ এই বিষয়টি ভীষণ ভালভাবেই তুলে ধরবেন'৷ তিনি আরও জানিয়েছেন যে, 'আমার কোনও তাড়া নেই, কোনও প্রতিযোগিতা নেই৷ তাই আমার ছবির আগে এই বিষয় নিয়ে ছবি মুক্তি পাওয়ায় আমার কোনও আক্ষেপও নেই'৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলায় নেতাজির গুমনামী রহস্য নিয়েই ছবি তৈরির কাজ শুরু হয়েছিল অনেক আগেই, দাবি পরিচালক অম্লানকুসুম ঘোষের