TRENDING:

Ritabhari Chakraborty: কলকাতার সব শৌচাগারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবেন ঋতাভরী

Last Updated:

নায়িকা ঋতাভরীর পরবর্তী লক্ষ্য শহরের প্রতিটি সাধারণ শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তাঁর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ তাঁর মিষ্টি ব্যবহার । নায়িকা ঋতাভরী চক্রবর্তীর হাসি হাসি মুখের জন্য ভক্তরা পাগল । অনেকে বলেন তাঁর হাসিতে নাকি জাদু আছে । মিষ্টি মেয়েটা সবসময় নিজের স্বভাবগুণে সকলের প্রিয় পাত্রী হয়ে ওঠেন । এমন প্রাণবন্ত মেয়েটার আচরণও ভারী মিষ্টি । নায়িকা অবিবাহিত, এমনকি তাঁর সম্পর্কের গসিপও শোনা যায় না খুব একটা । কিন্তু বহু অনাথ ছেলেমেয়ের কাছে তিনিই তাঁদের মা । আসলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা । অভিনয়ের পাশাপাশি তাঁদের নিয়েও অনেকটা সময় কাটে ঋতাভরীর । অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি এখন ঋতাভরীর আরও একটা বড় পরিচয় হল তিনি সমাজকর্মী । সে অনাথ শিশুদের দায়িত্ব নেওয়াই হোক বা বয়স্ক বস্তিবাসীদের টিকাকরণ, সবেতেই এগিয়ে আসেন নায়িকা ।
advertisement

আর এ বার তাঁর পরবর্তী লক্ষ্য শহরের প্রতিটি সাধারণ শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো । এই তিলোত্তমাকে দেশের প্রথম শহর হিসাবে গড়ে তোলা, যেখানে শহরের প্রতিটি পাবলিক টয়লেটে বিনামূল্যে প্যাড পাওয়া যাবে । যাতে শুধু আপদকালীন হিসাবে যে কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারবেন তাই নয়, যাঁদের সামর্থ্য নেই এমন মহিলারাও তা ব্যবহার করতে পারবেন প্রয়োজন মতো ।

advertisement

সদ্যই হিন্দি গানের জগতে পা রেখেছেন ঋতাভরী । সর্বগুণসম্পন্না নায়িকার ‘সাওন’ অ্যালবামটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তা তুমুল হিট হয়েছে । এর আগে একটি রবীন্দ্রসঙ্গীতেরও অ্যালবাম বের করেছিলেন ঋতাভরী । তবে এই প্রথম নিজের লেখা হিন্দি গান গাইলেন নায়িকা ।

বড় পর্দায় ঋতাভরীর শেষ মুক্তি পাওয়া ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র প্রতিটি ছত্রে ছত্রে ছিল ছক ভাঙার গল্প । কুসংস্কার, গোঁড়ামি, আচার-বিচারের বেড়াজাল সরিয়ে নারী স্বাধীনতার ধ্বজা উড়িয়েছিলেন পর্দার শর্বরী । কলকাতার প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবন ভিত্তিক এই ছবিতে পৌরহিত্যই ছিল শর্বরীর ধ্যানজ্ঞান । সেখানেও ঋতাভরীকে দেখা গিয়েছিল, গরীব মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করতে । তাঁদের মাসিক চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পাঠ দিতে । সেই ছবিতে ঋতাভরী বলেছিলেন, ‘‘মা সারদা মাসিক চলাকালীন নিজে ঠাকুরের জন্য রান্না করতেন, পুজো করতেন। আর সেটা শ্রী রামকৃষ্ণের অমতে নয়, তাঁর ইচ্ছেতে...।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শুধু রুপোলি পর্দায় নয়, এ বার নিজের বলা সেই ডায়লগকে যেন বাস্তবের মাটিতেও প্রতিষ্ঠা করতে চাইলেন ঋতাভরী । বাংলার প্রথম প্যাডম্যান বলে পরিচিত শোভনের পরিকল্পনায় বন্ধু রাহুলের সঙ্গে যৌথভাবে কলকাতার সব টয়লেটে প্যাড ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিলেন তিনি । ইতিমধ্যেই প্রায় শ’খানেক শৌচাগারে এই কাজ শেষ হয়েছে । কিন্তু করোনা ও লকডাউনের কারণে বর্তমানে সেই কাজ এখন স্থগিত রয়েছে । সম্প্রতি ছিল Menstrual Hygiene Day । সেই উপলক্ষ্যে একটি বাংলা দৈনিকে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, খুব শীঘ্রই আবার কাজে হাত দেবেন তিনি । নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেই ছাড়বেন ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritabhari Chakraborty: কলকাতার সব শৌচাগারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেবেন ঋতাভরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল