TRENDING:

ফের তুমুল ভাইরাল রাণু, এবার গাইলেন লতার গাওয়া জনপ্রিয় বাংলা গান, শুনুন--

Last Updated:

হিন্দি নয়, রাণু এবার গাইলেন লতার গাওয়া জনপ্রিয় একটি বাংলা গান, শুনে নিন সেই গান--

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। 'কুছ পানা হ্যায়, কুছ খোনা হ্যায়' হোক বা 'হিরা কি তামান্না হ্যায়'...সুরেলা কণ্ঠে একের পর এক গেয়ে ফেলতেন লতার গাওয়া গান। 'এক পেয়ার কা নাগমা'- গানটি গেয়েই প্রথম ভাইরাল হন রানাঘাটের রাণু মণ্ডল। এবার ফের একবার লতার গানই 'ভাইরাল' করল রাণুকে। তবে হিন্দি নয়, এবার রাণু গাইলেন লতা মঙ্গেশকের গাওয়া বিখ্যাত বাংলা গান ‘আমার দুচোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবীণা’। সুর সম্রাজ্ঞীর গাওয়া এই গান নিজের মতো করে গাইলেন রাণু। ফেসবুকে সেই গান শেয়ার হতেই প্রশংসার বন্যা...
advertisement

শুনে নিন সেই গান--

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রূপকথার আরেক নাম রাণু মণ্ডল। তাঁর জয়যাত্রা অব্যাহত থেকেছে। রাণু পাড়ি দিয়েছেন বলিউডেও। বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে একাধিক গান গান। ছবিতে তঁর গাওয়া 'তেরে মেরে কাহনি' রীতিমত তোলপাড় ফেলে! বমটমানে নিজের বায়োপিকের কাজে ব্যস্ত রাণু। সূত্রের খবর অনুযায়ী, নতুন বাড়ি ছেড়ে রানাঘাটের পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রাণু মণ্ডল। ইদানীং সেখানেই থাকছেন। শোনা যাচ্ছে, পুরনো বাড়িতে ফিরে গিয়ে নিজের বায়োপিকের কাজ করছেন রাণু মণ্ডল। এই কারণেই নাকি মিডিয়ার থেকেও দূরে থাকছেন। রাণু মণ্ডলের জীবনী অবলম্বনে যে ছবিটি নির্মিত হবে সেটির পরিচালক ঋষিকেশ মণ্ডল ৷ তবে সব থেকে বড় খবর রাণুর চরিত্রে অভিনয় করতে পারেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের তুমুল ভাইরাল রাণু, এবার গাইলেন লতার গাওয়া জনপ্রিয় বাংলা গান, শুনুন--
Open in App
হোম
খবর
ফটো
লোকাল