TRENDING:

এ কী করলেন দিতিপ্রিয়া ? পর্দার রাসমণি 'কলঙ্কিত' হলেন গান গেয়ে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানিহাটি:  পর্দায় সুপারহিট রানি রাসমণি ৷ জনপ্রিয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া ৷ রাসমণির চরিত্রে তাকে আপন করে নিয়েছে সিরিয়াল প্রিয় মানুষ ৷ রাসমণির চরিত্রে অভিনয়ও তিনি বেশ ভালই করছেন ৷ কিন্তু তিনিই এখন ট্রোলড হচ্ছেন ভীষণভাবে ৷ সৌজন্যে তার গান ৷ স্টেজে উঠে গলা ছেড়ে এমন গান গাইলেন তিনি যে তাতে তিনি কলঙ্কিত হলেন ৷
advertisement

কী গান গাইলেন দিতিপ্রিয়া ? কলঙ্কিনী রাধা ৷ পানিহাটি উৎসবে অতিথি হিসেবে তিনি গিয়েছেলেন ৷ তিনি মঞ্চে আসতেই হৈচৈ পড়ে যায় ৷ পর্দায় রানি রাসমণিকে দেখতে ভিড় জমান প্রচুর মানুষ ৷ তার সিরিয়ালকে জনপ্রিয় করার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান দিতিপ্রিয়া ৷ এরপরই আয়োজকদের অনুরোধে গান ধরেন তিনি ৷

advertisement

সেই গান আপলোড হতেই শুরু হয়েছে হাসি-ঠাট্টা ! কেন এমন বেসুরো গান গাইলেন দিতিপ্রিয়া ? সেই প্রশ্নই তুলছেন অনেকে ৷ অনেকে বলছেন যে অভিনয় পর্যন্তই ঠিক ছিল ৷ কেন গান গাইতে গেলেন দিতিপ্রিয়া ? নানা কমেন্টেসে ভরেছে সোশ্যাল সাইট ৷ তবে এসবের কোন উত্তর করেননি দিতিপ্রিয়া ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

<

বাংলা খবর/ খবর/বিনোদন/
এ কী করলেন দিতিপ্রিয়া ? পর্দার রাসমণি 'কলঙ্কিত' হলেন গান গেয়ে !