অনলাইন গেমের প্রতি আশক্তি রয়েছে সকলের৷ এবং এর থেকে ঘটে যাচ্ছে মারাত্মক সব ঘটনা৷ এমনকি মৃত্যুও পর্যন্ত ঘটছে৷ তবে শুধুমাত্র নতুন প্রজন্মের ওপর দোষ দিলে চলবে না, কারণ অনেকক্ষেত্রেই কর্মরত বাবা-মায়েরা ছেলেমেয়েদের ব্যস্ত রাখতে তাদের হাতে তুলে দিচ্ছেন মোবাইল৷ এতে ছোটদের নেশাও বাড়ছে৷ এই গল্পকে পাথেয় করে ছবি বানালেন রাজ৷
advertisement
লকডাউনের আগেই শেষ হয়েছিল ছবির শ্যুটিং৷ শুভশ্রী ছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ উত্তরবঙ্গে হয়েছে ছবির একাংশ শ্যুটিং৷ পরম ও শুভশ্রী এই প্রথম স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন৷ অন্যদিকে প্রলয়ের পর আবার পরমের সঙ্গে কাজ করছেন রাজ৷ রয়েছেন সাম্যন্তকও৷ ছবির পরিচালক রাজ চক্রবর্তী৷ চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত৷ ছবিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ও চিত্রগ্রাহক মানস গঙ্গোপাধ্যায়৷ আগে এই ছবি মুক্তির কথা ছিল মে মাসে৷ তবে করোনার ফলে সব হিসেব পাল্টে গিয়েছে৷ আপাতত ছবি মুক্তি পাবে বড়দিনেই৷
এর আগে রাজের ছবি পরীণিতা প্রসংশা কুড়িয়েছিল৷ তারপর তাঁর ছবি ধর্মযুদ্ধ নিয়েও হয়েছিল চর্চা৷ এরপর আবার আসছে হাবজি গাবজি৷ এখন শুভশ্রীকে পর্দায় দেখতে উৎসুক তাঁর ভক্তরা৷