সম্প্রতি তাঁদের জীবনে নতুন পথচলা শুরু হয়েছে । তাঁদের জীবনে এসেছে ছোট্ট ইউভান । ছেলে ইউভানের সঙ্গেই এখন দিব্যি হেসেখেলে সময় কাটছে তাঁদের । জন্মে থেকেই ইউভান সেলেব তকমা পেয়ে গিয়েছে । সে এখন আকর্ষণের নয়া বিন্দু । তবে ইউভান এখন প্রায় মাস পাঁচেকের হয়েছে । তাই তাকে রেখেও কখনও-সখনও বাইরে বেরচ্ছেন সদ্য বাবা-মা । তাছাড়া এই করোনা আবহে ছোট ছেলেকে সবসময় বাড়ির বাইরে নিয়ে বেরনোও সঠিক নয় । তাই এ ব্যাপারে যথেষ্ট সাবধানী রাজ-শুভশ্রী ।
advertisement
ক্রিসমাস, নিউ ইয়ার ইভের সময়ও বন্ধুদের সঙ্গে দেদার পার্টি করেছেন রাজশ্রী । আর রাজ-শুভশ্রী যেখানেই থাকুন না কেন, সম্পূর্ণ লাইম লাইট গিয়ে পড়ে তাঁদেরই উপর । শুভশ্রী সখনও বেরিয়েছেন গার্লস ডে-আউটে, রাজ আবার নিজের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন । আবার সম্প্রতি একই সঙ্গে পার্টিতে তুমুল নাচতেও দেখা গেল তাঁদের । আর কপোত-কপোতী একসঙ্গে থাকলে যে কিছু রোম্যান্টির মুহূর্ত তৈরি হবেই, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না ।
এ বারেও ঠিক এমনটাই ঘটল । পার্টিতে গানের তালে তালে ঘনিষ্ঠ রাজ-শুভশ্রী । একে অপরের ঠোঁটে ডুবিয়ে দিলেন ঠোঁট । প্রেমে মাখামাখি হল গোটা পরিবেশ ।