জানা যাচ্ছে, ২০১৯-২০২০ তে দেবদূত ঘোষের বার্ষিক আয় হয়েছে ৭ লক্ষ ২৬ হাজার ৪১০ টাকা। ২০১৮-১৯ এ তাঁর বার্ষিক আয় হয়েছিল ১০ লক্ষ ৬২ হাজার ৬৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময়ে দেবদূতের হাতে নগদ টাকা ছিল ৩০০০ টাকা ছিল। তাঁর স্ত্রী রাজশ্রী ঘোষের কাছে নগদ ৪০০০ টাকা ছিল। এছাড়া এসবিআই, অ্যাক্সিস ও ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে দেবদূতে।
advertisement
২০২০ সালে একটি মারুতি অলটো গাড়ি কিনেছেন দেবদূত যার দাম ৩ লক্ষ ৫৭ হাজার ৯০০ টাকা। এই গাড়ির জন্য ব্যাঙ্ক থেকে ঋণও নিয়েছেন তিনি। ঋণের পরিমাণ ২ লক্ষ ৩৮ হাজার টাকা। প্রতি মাসে তাঁকে ৪৮৩২ টাকা করে জমা দিতে হয়। স্ত্রী রাজশ্রীর কাছে রয়েছে ৪৫ গ্রাম সোনার গয়না যার বাজার মূল্য ২ লক্ষ টাকা।
দেবদূতের কাছে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লক্ষ ২৬ হাজার ৩৮৯ টাকা। রাজশ্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ২৪ লক্ষ ৪ হাজার ৯১২ টাকার। তবে দেবদূতের নামে কোনও জমি, ফ্ল্যাট বা বাড়ি নেই। কসবায় রাজশ্রীর নামে ৭০২ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। ২০১৪ সালে কেনা এই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ৪৫ লাখ টাকা।