হলফনামা অনুযায়ী পাপিয়া অধিকারীর ২০১৯-২০-তে বার্ষিক আয় হয়েছে ৭ লক্ষ ২৬ হাজার, ৪২০ টাকা। ২০১৮-১৯-এ তাঁর বার্ষিক আয় ছিল ৬ লক্ষ ৭৬ হাজার ৪৭০ টাকা। অন্যদিকে তাঁর স্বামীর বার্ষিক আয় (২০১৯-২০) ৩ লক্ষ ৮৩ হাজার ৫৯০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময়ে পাপিয়ার কাছে নগদ ছিল ৪০ হাজার টাকা। তাঁর স্বামীর কাছে ছিল ১০ হাজার টাকা। এছাড়া উইবিআই, এলাহাবাদ ব্যঙ্ক সহ আরও বেশ কিছু ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে পাপিয়ার।
advertisement
পাপিয়ার কাছে এই মুহূর্তে রয়েছে ৬০০ গ্রাম সোনা যার বাজার মূল্য ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৯ টাকা। তাঁর স্বামীর কাছে রয়েছে ২০০ গ্রাম সোনা। যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা। পাপিয়ার নামে রয়েছে একটি মাহিন্দ্রা মোটর গাড়িও। সেই গাড়ির দাম ৬ লক্ষ ৪১ হাজার ৬৪২ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্স ডিপজিট সব মিলিয়ে পাপিয়ার কাছে সম্পত্তির পরিমাণ এই মুহূর্তে ৩৭ লক্ষ ৮২ হাজার ৭৩২ টাকা। পাপিয়ার স্বামীর কাছে রয়েছে ১৫ লক্ষ ১২ হাজার ২০৩ টাকা।
এছাড়া পাপিয়া যে ফ্ল্যাটে থাকেন তাঁর চারটি ফ্লোরই তাঁর নামে। ১০০০ বর্গফুট করে এক একটি ফ্ল্যাট। সব কটি ফ্লোর মিলিয়ে ফ্ল্যাটগুলির মোট বাজার মূল্য ১ কোটি ৫৪ লক্ষ টাকা। নিউ আলিপুরে তাঁর একটি কমার্শিয়াল দোকানও রয়েছে। ২৯৬ বর্গফুটের সেই দোকানের বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। এছাড়া পাপিয়ার নামে হাউজ বিল্ডিং লোনও রয়েছে ২৪ লক্ষ ৪৮ হাজার ৬৪৭ টাকার।