TRENDING:

'রসগোল্লায়' গোল বাঁধালেন কিং খান, অতএব বাদশার দরবারেই আর্জি 'টিম রসগোল্লা'-র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২১ ডিসেম্বর, অর্থাৎ আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে পাভেলের 'রসগোল্লা'। প্রযোজনা সংস্থা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের-এর 'উইন্ডোজ'। কিন্তু 'রসগোল্লা'-য় সমস্যা তৈরি করলেন আর কেউ নন, খোদ শাহরুখ খান।
advertisement

কিন্তু কীভাবে ? তবে গোড়া থেকেই বলা যাক! বেশ কয়েক মাস আগে থেকেই নিশ্চিত ছিল বাঙালির ঐতিহ্য রসগোল্লার ১৫০তম জন্মদিন উপলক্ষে ২১ ডিসেম্বর দর্শকের সামনে রসগোল্লার 'জার্নি' তুলে ধরবে 'উইন্ডোজ'! কিন্তু, ওই একইদিনে মুক্তি পাচ্ছে বাদশার 'জিরো'! কাজেই, হল পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে 'রসগোল্লা'! মাল্টিপ্লেক্সে ছবিটি হল পেলেও বহু সিঙ্গল স্ক্রিন 'জিরো' বাদ দিয়ে 'রসগোল্লা'কে হল দিতে চাইছে না। অতএব 'উইন্ডোজ'-এর তরফে সোজাসুজি বাদশার দরবারেই আবেদন জানালেন ছবির পরিচালক পাভেল সহ অন্যান্য কলাকুশলীরা!

advertisement

কিং খানের কাছে পাভেলের অনুরোধ, '' স্যর, আমি ছোট থেকেই আপনার ছবির বিশাল ফ্যান! আপনার ছবি দেখেই বড় হয়েছি! এবার আমিও একটি ছবি বানিয়েছি। বিষয় বাংলার ঐতিহ্যময় মিষ্টি, বাংলার গৌরব রসগোল্লা। বাঙালির কাছে এটি শুধু মিষ্টিতেই সীমাবদ্ধ নয়, একটা আবেগ। আপনি নিজে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর, কাজেই এই ইমোশনটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, যদি রসগোল্লাকে কিছু সিঙ্গল স্ক্রিন পেতে সাহায্য করেন।''

advertisement

রসগোল্লার সৃষ্টিকর্তা নবীনচন্দ্র দাশকে কেন্দ্র করে গড়িয়েছে 'রসগোল্লা'র চিত্রনাট্য। নবীনচন্দ্র দাশের চরিত্রে দেখা মিলবে কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে। এটাই উজানের প্রথম ছবি। নবীনচন্দ্র দাশের স্ত্রী ক্ষীরোধমণির চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ অবন্তিকা। 'উইন্ডোজ'-এর তরফে জানা গেল, শাহরুখ খানের কাছে আবেদজন জানিয়েছেন উজান, অবন্তিকাও।

আরও পড়ুন-এ বার লিড রোলে আসছে ‘করুণা’ঐন্দ্রিলা, মুখ খুললেন ‘রাসমণি’ দিতিপ্রিয়া

বাংলা খবর/ খবর/বিনোদন/
'রসগোল্লায়' গোল বাঁধালেন কিং খান, অতএব বাদশার দরবারেই আর্জি 'টিম রসগোল্লা'-র