ইনস্টাগ্রামে শ্রাবন্তী ঝিনুকের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। ক্যাপশনে লেখেন, "হ্যাপি বার্থডে মাই ওয়ার্ল্ড"। সেই পোস্টের কমেন্টে টলি পাড়ার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে নেটিজেনদের নজর সবচেয়ে কেড়েছে অভিনেত্রী পার্নো মিত্রর (Parno Mitra) কমেন্ট। আর সেই কমেন্ট নিয়ে জল্পনাও শুরু হয়েছে জোর।
পার্নো শ্রাবন্তীর পোস্টের কমেন্টে লেখেন, "হ্যাপি বার্থডে ক্লাসমেট।" এই কমেন্ট পড়েই নেটিজেনদের কৌতুহল তুঙ্গে পৌঁছেছে। কেন অভিনেত্রী এই কমেন্ট করলেন তা যদিও এখনও সকলের কাছেই অজানা। তবে কমেন্টটি নিয়ে জল্পনা চলছে তুমুল।
advertisement
পার্ণো ছাড়াও এই ছবির কমেন্টে শুভেচ্ছা জানিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান-সহ আরও অনেকে। প্রসঙ্গত, শ্রাবন্তী ও তাঁর প্রথম স্বামী রাজীব বিশ্বাসের ছেলে অভিমন্যু বা ঝিনুক। ঝিনুক বেশ কিছুদিন ধরেই মডেল দামিনীর সঙ্গে সম্পর্কে রয়েছে। তারা খবরের শিরোনামেও উঠে এসেছে একাধিকবার। দামিনীর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে শ্রাবন্তীরও। শ্রাবন্তী ইতিমধ্যেই ওয়েব দুনিয়াতেও পা রেখেছেন। কয়েক মাস আগেই হইচই-তে মুক্তি পেয়েছে তাঁর ও সোহমের 'দুজনে'।