উন্নাও-এর এই ঘটনার একটি প্রতিবেদন টুইটারে শেয়ার করে তিনি ক্ষোভ উগড়ে দেন। তিনি লেখেন, "বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই ভয়াবহতার কোনও শেষ নেই! পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বিজেপি মানুষকে ভুল বোঝাতে চাইছে। আর এদিকে উত্তরপ্রদেশে এমন ঘটনায় তারা চোখ বুজে আছে।"
নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করতে ছাড়েননি নুসরত। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন, শুধু প্রোপাগান্ডাই তৈরি করা হচ্ছে নাকি সত্যি কোনও চিন্তাও রয়েছে?
advertisement
প্রসঙ্গত, প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, দুই কিশোরীকেই বিষ দেওয়া হয়েছিল। জেলা ম্যাজিস্ট্রেট হাসপাতালে গিয়েছেন, গোটা ঘটনাটির সাক্ষী থাকবেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। লখনউ থেকে একজন আইজি এবং আরেকজন ডিআইজিকে গ্রামে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাড়ির গবাদিদের জন্য জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন তাঁরা।
যে দুই কিশোরী মারা গিয়েছেন, তাঁদের বয়স যথাক্রমে ১৩ এবং ১৬। হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর বয়স ১৭। ১৬ ও ১৭ বছর বয়সি মেয়ে দু'টি দুই বোন এবং ১৩ বছরের কিশোরীটি তাঁদের তুতো বোন বলে জানা গিয়েছে। উন্নাওয়ের এসপি সুরেশরাও এ কুলকার্নি বলেন, 'নিজেদের জমিতেই অচৈতন্য অবস্থায় পড়েছিল মেয়েগুলি। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। উদ্ধার করার সময় তাঁদের মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল।
এই ঘটনায় ফের উত্তরপ্রদেশের নারী সুরক্ষা ও নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কেন বার বার যোগী রাজ্যে মেয়দের উপরে এমন নির্যাতন হচ্ছে এই নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।