নুসরত জাহান, টলিউডের সাড়া জাগানো নায়িকা ৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতে আসা সাংসদ এখন বিবাহিত ৷ নামী বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুম শহরে স্বপ্নের মতো বিয়ে সেরেছেন ৷ সেই ছবি নিজেরাই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন নবদম্পতি ৷
advertisement
ডেস্টিনেশন ওয়েডিংই বেছে নিয়েছিলেন নুসরত ৷ শহর নয়, দূর দেশে একটু নিরিবিলিতে, কোলাহল থেকে অনেকটা দূরে একটু শান্ত পরিবেশে বিয়েটা হোক চেয়েছিলেন নায়িকা ৷ আর হবু স্ত্রীর সেই ইচ্ছেকে একশো শতাংশ সম্মান জানিয়েছিলেন নিখিলও ৷
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলিয়ে মোট ১০০ জন অতিথির সামনে বিয়েটা সেরেছিলেন নিখিল ও নুসরত ৷ এ বার আবার শহরের মানুষগুলোর কাছে ফিরে আসা ৷ একটা নতুন সংসার ৷ অপেক্ষায় রয়েছেন শাশুড়ি মা ৷ নতুন বাড়িতে নববধূর পা রাখার পালা এ বার ৷
ছবি: অমৃত হালদার৷