TRENDING:

Holi 2021: সোহাগে মাখামাখি, স্ত্রী তৃণার মুখ লাল আবিরে রাঙিয়ে দিলেন নীল! দেখুন বিবাহিত নীল-তৃণার দোল

Last Updated:

ভালবাসার রঙ লাল৷ তাই স্বাভাবিক যে তৃণাকে লাল রঙে ভরিয়ে তুলেন নীল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিয়ের পর প্রথম দোল বলে কথা৷ একে অপরকে রাঙিয়ে তুলবেন না, সেটাও কী হয়৷ আবিরে মাখামাখি নীল-তৃণা৷ একেবারে হোলির মত করে পোশাক পরেছেন দু’জনে৷ অর্থাৎ সাদা পোশাক৷ যাতে হোলি খেলার শেষে সাদা কাপড়ে কতটা রঙ লাগল,সেটা বোঝা যায়৷ তৃণা পরেছেন সাদা সালওয়ার কুর্তি, সঙ্গে লাল টুকটুকে ওড়না৷ নীলের পরণে সাদা পাঞ্জাবি পাজামা৷ এবার শুরু হল তাঁদের রঙ খেলা৷ ভালবাসার রঙ লাল৷ তাই স্বাভাবিক যে তৃণাকে লাল রঙে ভরিয়ে তুলেন নীল৷ এটার তাঁদের জন্য বিশেষ দিন৷ রঙের মধ্যে দিয়েই যেন একে অপরকে প্রেমে ভরিয়ে দেবেন তিনি৷
advertisement

আরও পড়ুন Holi 2021: হোলি হ্যায়! রঙের সঙ্গে মিশছে স্বাদ, হোলি উপলক্ষ্যে শহরের ক্যাফগুলি বিশেষ মেনুতে নজর রাখুন

কয়েক মাস আগে যেভাবে তৃণার সিঁথি লাল সিঁদুরে ভরিয়ে দিয়েছেন নীল, তেমনই রঙ খেলতে গিয়ে তৃণার মুখ জুড়ে লাল রং লাগিয়ে দিলেন তাঁর স্বামী৷ তৃণা হাল্কা প্রতিবাদ করতে চাইলেন ঠিকই৷ কিন্তু তার মধ্যে তেমন জোর নেই৷ বরং তিনিও বেশ উপভোগ করলেন স্বামীর হাতে রঙ লাগানো৷ লাজে রাঙা হলেন তিনিও৷ রং লাগানো যখন চলছে, তখন ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে বলিউডের অতি জনপ্রিয় হোলির গান, রং বরসে৷ অমিতাভ বচ্চনের গলায় এই গান একেবারে চিরকালীন৷ হোলি পালনে এই গান বাজবে না, সেটা তো হয় না৷ একদিকে অমিতাভের আবেগ ভরা গলায় রং বরসে গান, অন্যদিকে নীল-তৃণার বিয়ের পর প্রথম হোলি খেলা, সব মিলিয়ে খুবই মনোরম পরিবেশ তৈরি হল হোলির দিন৷

advertisement

দশ বছর প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। তাঁদের বিয়েতে বসেছিল চাঁদের হাট৷ সঙ্গে বাড়তি পাওনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি৷ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে বেরিয়ে সেদিন পৌঁছে যান বিয়েবাড়িতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে হাসি মুখে ছবি তোলেন। এরপর তৃণমূলে যোগও দেন নীল ও তৃণা৷ অর্থাৎ অভিনেতা থেকে রাজনীতি, পা রাখলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Holi 2021: সোহাগে মাখামাখি, স্ত্রী তৃণার মুখ লাল আবিরে রাঙিয়ে দিলেন নীল! দেখুন বিবাহিত নীল-তৃণার দোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল