শনিবার গভীর রাতে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তি অনুযায়ী পুরনো ধারাবাহিকের কাজ চালু থাকলেও মউ স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত নতুন ধারাবাহিকের কাজ বন্ধ রাখার কথা জানানো হয় । গত তিন বছর ধরে MOU সই হয়নি । কী রয়েছে সেই মউ চুক্তিতে? কোনও সিরিয়ালের সেটে টেকনিশিয়ানদের ম্যান পাওয়ার কী হবে, বেতন কী হবে, কত ঘন্টার শিফট হবে সেই সংক্রান্ত খুঁটিনাটি থাকবে ওই চুক্তিতে। ২০ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে এটি তৈরি করার কথা হয়েছে, এরপর বসে তা চূড়ান্ত করার কথা রাজ চক্রবর্তী, (Raju Chakraborty) পরমব্রত (Parambrata Chatterjee) ও অরূপ বিশ্বাসের (Aroop Biswas) । তত দিন পর্যন্ত বিনা শর্তে নতুন-পুরনো ধারাবাহিকের শ্যুটিং চালু রাখার কথাও বলা হয় ।
advertisement
কিন্তু তার আগেই শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ আসে । টলিপাড়ার জট কাটাতে আসরে নামে আর্টিস্ট ফোরাম । সোমবার সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে গোটা বিষয়টিকে আলোচনার টেবলে নিয়ে আসার আর্জি জানানো হয় । সোমবার রাজ চক্রবর্তীও গোটা ঘটনার তীব্র নিন্দা করে মুখ খোলেন সংবাদমাধ্যমের কাছে। তিনি বলেন, গোটা বিষয়টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অপমানিত হয়েছেন । কারণ, মুখ্যমন্ত্রীর পাঠানো দূত হিসেবেই রাজ্য সংস্কৃতি বিভাগের সম্পাদক, বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত ও অরূপ বিশ্বাস গত বৃহস্পতিবার ওই বৈঠকে আংশ নিয়েছিলেন ।
তবে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন, কোন সংগঠন এই পরিস্থিতির জন্য দায়ী, তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউই । ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং সম্পাদক অপর্ণা ঘটক সংবাদ মাধ্যমের ফোনের উত্তর দেননি । কবে এই পরিস্থিতির উন্নতি হবে, তাও জানেন না কেউ । স্পষ্টতই অনিশ্চয়তার কালো মেঘ পরিচালক, প্রযোজক থেকে শুরু করে কলাকুশলীদের কপালেও ।