নেটওয়ার্ক দুর্বল থাকায় তার সঙ্গে যোগাযোগ করাই দুষ্কর৷ রাত ১০টার সময় ফোনে পাওয়া গেল দেবাদিত্যকে৷ তিনি জানালেন যে এই ছবি করার অনুপ্ররণা তিনি পেয়েছেন পর্বতারোহী সুনীতা হাজরার অভিজ্ঞতার থেকে৷ তবে এই ছবি কোনও ভাবে তার জীবনের গল্প নয়৷ এটি ফকশনাল এক্সপিডিশনের ওপর ছবি৷ কীভাবে এভারেস্ট অভিযান হয়, সব সঠিক তথ্য তুলে ধরা হবে এই ছবিতে৷ ছবির চিত্রনাট্যই এভাবে তৈরি করী হয়েছে৷ স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং রিসার্চের জন্য প্রায় ৮-৯ মাস নিয়েছেন তিনি, ফোনে বললেন পরিচালক৷
advertisement
ছবির মূল অভিনেতা চান্দ্রেয়ী৷ বেশ কিছু ওয়ার্কশপ হয়েছে ছবির জন্য৷ 'চান্দ্রেয়ী যথেষ্ট ফিট৷ খুব ভাল কাজ করছেন, বললেন দেবাদিত্য৷ ছবি মুক্তির দিন এখনও কিছু ঠিক করেননি তারা'৷ পরিচালক জানাচ্ছেন যে মূল শ্যুটিং যেটা হবে নেপালে সেটা নিয়েই বেশ চিন্তায় রয়েছেন তিনি ও তার গোটা ইউনিট৷