TRENDING:

ছুটছেন কোয়েল মল্লিক, দানা বাঁধছে রহস্য, কোথায় যাচ্ছেন নায়িকা?

Last Updated:

কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অবশেষে মুক্তির দিন ঘোষিণা হল রক্ত রহস্য ছবির৷ সৌকর্য ঘোষাল পরিচালিত, কোয়েল মল্লিক অভিনীত এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে৷ একেবারে অন্য রকমভাবে স্ক্রিনে দেখা যাবে কোয়েলকে৷ তিনিই এই ছবির প্রধান চরিত্রে৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রক্ত রহস্য ছবিটি মুক্তি পাচ্ছে ১০ই এপ্রিল৷
advertisement

শ্যুটিং-এর সময় থেকেই কোয়েলের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন পরিচালক৷ তিনি জানিয়েছেন যে স্বর্ণজা চরিত্রের জন্য কোয়েল ছাড়া অন্য কাউকে তিনি ভাবতেও পারেনি৷ এবং ছবিতে কোয়েলের অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও মত সৌকর্যের৷ কোন রকম তারকাসূচক মনোভাব নেই কোয়েলের৷ বরং শ্যুটিং ফ্লোরের নানা অসুবিধার মধ্যেও দারুণ মানিয়ে নিয়ে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, জানিয়েছেন পরিচালক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷ এটি একটি ইমোশনাল থ্রিলার৷ ইতিমধ্যেই কোয়েলের মা হওয়ার খবর সকলের জানা৷ এই বছরই মা হতে চলেছেন তিনি৷ তার আগে মুক্তি পাবে রক্ত রহস্য, যা নিঃসন্দেহে অভিনেত্রীর জীবনেও স্পশ্যাল বলাই বাহুল্য৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছুটছেন কোয়েল মল্লিক, দানা বাঁধছে রহস্য, কোথায় যাচ্ছেন নায়িকা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল