তিন বন্ধুর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ চক্রবর্তী। প্রথমদিকে ইন্ডাস্ট্রিতে কানাঘুশো শোনা গিয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ অভিনীত, সুদেষ্ণা, অভিজিতেরই পরিচালিত ‘তিন ইয়ারি কথা’রই সিকুয়েল বোধহয়। কিন্তু পরিচালক স্পষ্ট জানিয়ে দিলেন, এই ছবিটা কোনওভাবেই সিকুয়েল নয়!
জানা গেল, ছবিতে ঋত্বিককে দেকা যাবে এক লেখকের চরিত্রে। সে একটা রাইটার্স ব্লকের মধ্য দিয়ে যাচ্ছে। রাহুল সোনার দোকানের মালিক। ইন্দ্রজিৎ-ও পেশায় ব্যবসায়ী। ঋত্বিকের রাইটার্স ব্লক কাটাতেই তাঁরা তিনজন মিলে একটা জার্নিতে বের হবে। সেকানেই ঘটতে ধাকবে ঘটনার ঘনঘটা!
advertisement
ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার, আর্যা, সমদর্শী দত্ত, খরাজ মুখোপাধ্যায় এবং খরাজ-পুত্র বিহু।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2018 12:27 PM IST