TRENDING:

ঋত্বিক, রাহুল, ইন্দ্রজিৎ এবার অনস্ক্রিন তিন বন্ধু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন ছবি নিয়ে আসছেন সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহ! তিন বন্ধুর গল্প নিয়ে গড়িয়েছে ছবির চিত্রনাট্য! পরতে পরতে ফুটে উঠেছে তাঁদের জীবনের নানা টানাপোড়েন! কখনও তা প্রেম কখনও বা কেরিয়ার! এখনও ছবির নাম নিশ্চিত হয়নি।
advertisement

তিন বন্ধুর চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায় এব‌ং ইন্দ্রজিৎ চক্রবর্তী। প্রথমদিকে ইন্ডাস্ট্রিতে কানাঘুশো শোনা গিয়েছিল, পরমব্রত চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ অভিনীত, সুদেষ্ণা, অভিজিতেরই পরিচালিত ‘তিন ইয়ারি কথা’রই সিকুয়েল বোধহয়। কিন্তু পরিচালক স্পষ্ট জানিয়ে দিলেন, এই ছবিটা কোনওভাবেই সিকুয়েল নয়!

জানা গেল, ছবিতে ঋত্বিককে দেকা যাবে এক লেখকের চরিত্রে। সে একটা রাইটার্স ব্লকের মধ্য দিয়ে যাচ্ছে। রাহুল সোনার দোকানের মালিক। ইন্দ্রজিৎ-ও পেশায় ব্যবসায়ী। ঋত্বিকের রাইটার্স ব্লক কাটাতেই তাঁরা তিনজন মিলে একটা জার্নিতে বের হবে। সেকানেই ঘটতে ধাকবে ঘটনার ঘনঘটা!

advertisement

ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার, আর্যা, সমদর্শী দত্ত, খরাজ মুখোপাধ্যায় এবং খরাজ-পুত্র বিহু।

আরও পড়ুন-প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋত্বিক, রাহুল, ইন্দ্রজিৎ এবার অনস্ক্রিন তিন বন্ধু