TRENDING:

সাংসদ হওয়ার পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন মিমি-নুসরত

Last Updated:

ছবির নাম ‘এসওএস কলকাতা’ । ছবিতে মিমি-নুসরত ছাড়াও রয়েছেন যশ দাশগুপ্ত ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় নায়িকার আসন থেকে হঠাৎ চেয়ার বদলে সাংসদের কুর্শিতে বসেছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান । একজন যাদবপুরের সাংসদ, অন্যজন বসিরহাটের । কিন্তু তা বলে বিনোদন দুনিয়াকে বিদায় জানাননি সুন্দরী তারকা সাংসদরা । তবে দুই সাংসদ’কে একসঙ্গে পর্দায় দেখা যায়নি এর আগে ।
advertisement

আগে একসঙ্গে বহুবার স্ক্রিন শেয়ার করলেও সাংসদ হওয়ার পর তাঁদের একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়নি । এ বার সেই বহু প্রতিক্ষীত ছবিটির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে ।

ছবির নাম ‘এসওএস কলকাতা’ (SOS Kolkata) । ছবিতে মিমি-নুসরত ছাড়াও রয়েছেন যশ দাশগুপ্ত । তবে ছবির পোস্টারে নেই মিমি-নুসরত । একটি ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে একটি বাচ্চা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে যশকে । এ বছরই পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি, নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন অভিনেত্রী এনা সাহা। এসওএস কলকাতা (SOS Kolkata) এনার প্রযোজনা সংস্থা জারিক এন্টারটেইনমেন্ট-এর প্রথম ছবি। এনার সঙ্গে এই ছবিতে যৌথভাবে প্রযোজনা করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
সাংসদ হওয়ার পর প্রথমবার একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন মিমি-নুসরত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল