TRENDING:

কাছে নেই স্বামী, সৃজিতকে মিস করছেন নববধূ মিথিলা! সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দু’জনের

Last Updated:

আফ্রিকা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সদ্যই শেষ হয়েছে জমকালো রিসেপশন পর্ব ৷ ঘরোয়া বিয়ের পর ফেব্রুয়ারির শেষ দিকে কলকাতায় ছিল রিসেপশন পর্ব ৷ তারপরেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিং শেষ করতে আপ্রিকায় উড়ে গিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ অন্যদিকে, মিথিলাও ঢাকায় ফিরে গিয়েছেন নিজের কাজে ৷ কিন্তু নবদম্পতি এখন একে অপরকে চোখে হারাচ্ছেন ৷
advertisement

তাই আফ্রিকা আর ঢাকার দূরত্ব যতই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ছুঁয়েই রয়েছেন সৃজিত-মিথিলা ৷

‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর গোটা টিম নিয়ে সৃজিত এখন আফ্রিকায় ৷ সেখান থেকেই একটি ছবি ট্যুইট করেছিলেন তিনি ৷ ছবিতে দেখা যাচ্ছে, সৃজিত নিজেই যেন আফ্রিকার রাজা সেজেছেন ৷ জেব্রা আর বাঘের ছালের তৈরি সিংহাসন, তাতে আবার মোষ, হরিণের মাথা, সৃজিতের হাতে একটা লাঠি...রাজকীয় পোজ দিয়েছেন তিনি ৷ ছবি শেয়ার করে ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি’।

advertisement

সেই ছবিটি রিট্যুইট করে মিথিলার কমেন্ট ‘‘আমি তাঁকে বলেছিলাম, আমি আফ্রিকা খুব ভালবাসি ৷ ও সেটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলেছে ৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
কাছে নেই স্বামী, সৃজিতকে মিস করছেন নববধূ মিথিলা! সোশ্যাল মিডিয়ায় খুনসুটি দু’জনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল