প্রযোজনায় কলকাতার টিভিওয়ালা মিডিয়া এবং ঢাকার প্রেক্ষাগৃহ ভিসুয়াল ফ্যাক্টরি। দীপ্তর চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায় ও বন্যার চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। অভ্র চক্রবর্তী র গল্প অবলম্বনে তৈরি এ স্বল্প দৈর্ঘ্যের ছবি। সহযোগী পরিচালক মুস্তাফি শিমুল। এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকেই কোনও পারিশ্রমিক নেননি। ' দূরে থাকা কাছের মানুষ ' থেকে সংগৃহীত অর্থ দুই দেশের টেকনিশিয়ান ও দুঃস্থ শিল্পীদের প্রয়োজনেই কাজে লাগানো হবে।
advertisement
প্রথমবার এভাবে মোবাইলে শুটিং করার অভিজ্ঞতা নতুন হলেও উপভোগ করেছেন বিক্রম ও মিথিলা। তাঁরাও দিনের পর দিন আইসোলেশনেই রয়েছেন । তাঁদের কাছে 'দূরে থাকা কাছের মানুষ' এই সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক এবং তাঁরা সহজেই উপলব্ধি করতে পেরেছেন দুই চরিত্রকে। সত্যি তো , লকডাউনের জেরে কতদিন দেখা নেই প্রিয়জনদের সঙ্গে। আবার কোথাও পলি পড়ে যাওয়া কত সম্পর্ক ধূলো ঝেড়ে উঠে দাঁড়াচ্ছে নতুন করে। কে বলতে পারে দীপ্ত - বন্যা, বিক্রম - মিথিলার মতো আমাদেরও মাঝে মাঝে দেখা পেয়ে চিরদিন না পাওয়ার আক্ষেপ ঝরে পড়বে না ?
DEBAPRIYA DUTTA MAJUMDAR