টুকটুকে লাল লহেঙ্গা-চোলিতে সেজেছিলেন নুসরত ৷ সঙ্গে ছিল ভারী গয়নাও ৷ একেবারে খাঁটি ভারতীয় লুকে দূর্দান্ত লাগছিল তাঁকে দেখতে ৷ তুরস্কের মাটিতে তখন রাত সাড়ে ৮টা ৷ সবে সূর্যাস্ত হচ্ছে ৷ সেই আলো-আঁধারির গোধূলি লগ্নেই সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত ৷ বিয়েতে উপস্থিত ছিলেন ১০০ জন অতিথি ৷ জানা গিয়েছে, নুসরতের বিয়ের ওই লেহেঙ্গা ডিজাইন করে দিয়েছেন খোদ স্বামী নিখিল ৷ আর নিখিলের আইভরি রঙা শেরওয়ানি ডিজাইন করেছেন রোহিত বাল ৷
advertisement
নিমন্ত্রিতের তালিকা খুবই কম ৷ নুসরত ও নিখিলের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং তাঁদের কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ৷ আর টলিউড ইন্ডাস্ট্রি থেকে হাজির ছিলেন নুসরতের কাছের বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ সব সময়ই নুসরতের সঙ্গে সঙ্গেই ছিলেন মিমি ৷ এ দিনও দেখা গেল বিয়ের আইল ধরে হেঁটে আসছেন নুসরত ৷ পাশেই দাঁড়িয়ে ছিলেন মিমি ৷ বন্ধুকে কনের সাজে দেখেই ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন নুসরতের ‘বনুয়া’ ৷
দেখুন সেই মুহূর্তের ভিডিও---
বিয়ে শেষ হতেই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয় বান্ধবীকে শুভেচ্ছাও জানালেন মিমি ৷