TRENDING:

পুজোর মুখে একসঙ্গে দারুণ সব বাংলা ছবি আসছে সিনেমাহলে! টলি-পাড়ায় তুঙ্গে প্রস্তুতি

Last Updated:

১৫ অক্টোবর থেকে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি মিলতেই স্বস্তির নি:শ্বাস হল মালিকদের মধ্যে । কোভিড গাইডলাইন মেনে ও সামাজিক দূরত্ব মেনে দেখানো যাবে ছবি‌।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
DEBAPRIYA DUTTA MAJUMDAR
advertisement

#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের পর থেকেই আশার আলো দেখতে পেয়েছিল বাংলা চলচিত্র জগৎ । ১ অক্টোবর থেকে না  হলেও ৯ অক্টোবর থেকে সিনেমা হল খোলার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অনেক হল মালিকরাই । যদিও কতটা লাভজনক হবে তা নিয়ে সন্দিহান ছিলেন বেশি সংখ্যকরাই । অনেকেই কেন্দ্রের  তরফে নির্দেশিকা আশার অপেক্ষায় ছিলেন । বৃহস্পতিবার আনলক ৫-এ ১৫ অক্টোবর থেকে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি মিলতেই  স্বস্তির নি:শ্বাস হল মালিকদের মধ্যে । কোভিড গাইডলাইন  মেনে ও সামাজিক দূরত্ব মেনে দেখানো যাবে ছবি‌।

advertisement

আর তা জেনে ছবি মুক্তির সিদ্ধান্ত প্রযোজকদের । এস ভি এফ -এর ব্যানারে পুজোয় রিলিজ করবে ‘ড্রাকুলা স্যার’ | দেবালয় ভট্টাচার্যের এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী । যা রিলিজ করার কথা ছিল গত মে মাসে । অবশেষে বিগ স্ক্রিনে ফিরতে পারছি ভেবেই খুব উত্তেজিত, পুরো টিম খুব খুশি', জানালেন পরিচালক ।

advertisement

সুরিন্দর ফিল্মসের দু’টি সিনেমা মুক্তি পাবে পুজোয় । অনেকদিন আটকে থাকা বনি ও রিতিকার জুটি বেঁধে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘লভ স্টোরি’ মুক্তি পাচ্ছে । এ ছাড়াও মা হওয়ার পর প্রথমবার পুজোতেই বড় পর্দায় আসছেন কোয়েল মল্লিক, সৌকর্য ঘোষাল পরিচালিত ‘রক্ত রহস্য’। এই ছবির ওপর বাজি রাখছে সুরিন্দর ফিল্মস ।

advertisement

নতুন করে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ । উইন্ডোজের এই ছবি লকডাউনের আগে আশা জাগিয়ে শুরু করেও এক সপ্তাহের বেশি দেখানো যায়নি । তাই পুজোয় ফের একবার অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দেখতে পাবেন দর্শকরা । মুখ্য ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী । ‘করোনার পর বিশ্বে ফুটবল ফাঁকা মাঠে শুরু হলেও ফুটবলারদের উৎসাহ দিতে ইপিএল সহ অন্যান্য খেলার  লিগেও স্টেডিয়ামের ভেতর রেকর্ডেড আকারে শোনানো হচ্ছে দর্শকের আওয়াজ । ঠিক সেভাবেই দর্শকের প্রতিক্রিয়া জানতে না পারলে পরিচালক হিসেবে কিছুতেই মন ভরে না আমার । তাই খুব আনন্দ হচ্ছে ', জানালেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

মিমি চক্রবর্তীর পুজোয় থাকছে জোড়া রিলিজ । একদিকে ড্রাকুলা স্যার, অন্যদিকে এস ও এস কলকাতা রিলিজ করার কথা এই পুজোতেই । এনা সাহার প্রযোজনায় এই ছবিতেই রয়েছেন নুসরত জাহান, যশ-এর মতো অভিনেতারাও । মিমি জানিয়েছেন, এই পরিস্থিতিতেও পুজোয় দু-দু’টো সিনেমা মুক্তি পাওয়া আসলে তাঁর উপর মা দুর্গার কৃপার কারণেই ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোর মুখে একসঙ্গে দারুণ সব বাংলা ছবি আসছে সিনেমাহলে! টলি-পাড়ায় তুঙ্গে প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল