TRENDING:

'মেনে নিতে পারছি না ওর এই চলে যাওয়া'- সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণে বললেন মাধবী মুখোপাধ্যায়

Last Updated:

শেষ জীবনে আমরা অনেকগুলো সিরিয়ালে একসঙ্গে কাজ করেছি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ নিজের গলফগ্রিনের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বস্তিকা ও অজপা দুই মেয়েই তাঁর দেখা শোনা করছিলেন। তপন সিনহার ছবি 'রাজা' দিয়ে বাংলা ছবিতে অভিনয়ের শুরু করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। তাঁর মৃত্যুতে শোকাহত টলিউড।
advertisement

দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি জানালেন, "দীর্ঘদিন আমরা এক সঙ্গে কাজ করেছি। পুর্নেন্দু পত্রীর 'মালঞ্চ' ছবিতে তাঁর কাজ ছিল অসাধারণ। অনেক সময় নিজেদের মধ্যে মন খারাপ, আনন্দ ভাগ করে নিয়েছি আমরা। তবে শেষ জীবনে আমরা অনেকগুলো সিরিয়ালে একসঙ্গে কাজ করেছি। যেমন ইস্টিকুটুম, কুসুমদোলা। তখন অনেক কথাই ওর সঙ্গে হত। তারপর আকদিন হটাৎ শুনলাম ও কাজ করছে না। কিন্তু কেন করছে না জানার জন্য আমি প্রোডাকশন হাউস থেকে খবর নিলাম। ওকে অনেকবার ফোন করছি ধরছে না। তারপর ওর মেয়েকে ফোন করে জানতে পারলাম ও কোথায় আছে। আমি ওর সঙ্গে দেখা করতে যাব ভাবছি ঠিক তখনই ওর চলে যাওয়ার খবর পেলাম। আমার মন খুব ভারাক্রান্ত হয়ে আছে। মেনে নিতে পারছি না ওর এই চলে যাওয়া।" শোকাহত মাধবী দেবীর গলা ধরে এল কথা বলতে বলতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মেনে নিতে পারছি না ওর এই চলে যাওয়া'- সন্তু মুখোপাধ্যায়ের প্রয়াণে বললেন মাধবী মুখোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল