দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তিনি জানালেন, "দীর্ঘদিন আমরা এক সঙ্গে কাজ করেছি। পুর্নেন্দু পত্রীর 'মালঞ্চ' ছবিতে তাঁর কাজ ছিল অসাধারণ। অনেক সময় নিজেদের মধ্যে মন খারাপ, আনন্দ ভাগ করে নিয়েছি আমরা। তবে শেষ জীবনে আমরা অনেকগুলো সিরিয়ালে একসঙ্গে কাজ করেছি। যেমন ইস্টিকুটুম, কুসুমদোলা। তখন অনেক কথাই ওর সঙ্গে হত। তারপর আকদিন হটাৎ শুনলাম ও কাজ করছে না। কিন্তু কেন করছে না জানার জন্য আমি প্রোডাকশন হাউস থেকে খবর নিলাম। ওকে অনেকবার ফোন করছি ধরছে না। তারপর ওর মেয়েকে ফোন করে জানতে পারলাম ও কোথায় আছে। আমি ওর সঙ্গে দেখা করতে যাব ভাবছি ঠিক তখনই ওর চলে যাওয়ার খবর পেলাম। আমার মন খুব ভারাক্রান্ত হয়ে আছে। মেনে নিতে পারছি না ওর এই চলে যাওয়া।" শোকাহত মাধবী দেবীর গলা ধরে এল কথা বলতে বলতে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2020 11:55 PM IST