TRENDING:

কলকাতায় কোহিনুর! মুক্তি পেল ট্রেলার...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টলিউড: কলকাতার সঙ্গে বহুমূল্য কোহিনুরের কী সম্পর্ক জানেন? নিশ্চয়ই জানেন না। কিন্তু ভাবুন তো সেই কোহিনুর যদি কলকাতায় আসে? মানেটা কী! কলকাতাতে তো হিরে পাওয়া যায়, তা নিয়ে এত মাথা ব্যথা কিসের? মাথা ব্যথার কারণ আছে বইকি। পরিচালক শান্তনু ঘোষ এ সব নিয়েই গল্প ভেবেছেন। তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় কোহিনুর’। সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার।
advertisement

এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সাত্যকি বসু। সাত্যকি ইতিহাসবিদ।কোহিনুরের ইতিহাসচর্চাতেই তাঁর মন। কলকাতায় কি কোহিনুর রয়েছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে এক রহস্যের উন্মোচন করেন তিনি। পরিচালক শান্তনু বলছেন, ‘হিস্টোরিক্যাল মিস্ট্রিই এই ছবির মূল বিষয়। টলিউডে ইতিহাস নিয়ে গোয়েন্দা গল্প সে ভাবে দেখা যায়নি। সেই অভাবই পূরণ করবে এই ছবি। তবে ছবিটা দর্শক নিলেই হবে সার্থকতা।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

সৌমিত্রর পাশাপাশি ছবিতে দেখা যাবে টলিউডের আর এক বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দকে। তাঁর চরিত্রটির নাম তাপসরঞ্জন। সৌমিত্র, বরুণ ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, অঙ্কিতা মজুমদারের মতো শিল্পীরাও থাকছেন এই ছবিতে। ছবিতে দেখা যাবে অনুপ পানকেও ৷ ছবিতে সৌমিত্রের সহকারীর চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ এই ছবির প্রয়োজকও অনুপ পান ৷ আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কলকাতায় কোহিনুর! মুক্তি পেল ট্রেলার...