এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সাত্যকি বসু। সাত্যকি ইতিহাসবিদ।কোহিনুরের ইতিহাসচর্চাতেই তাঁর মন। কলকাতায় কি কোহিনুর রয়েছে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে গিয়ে এক রহস্যের উন্মোচন করেন তিনি। পরিচালক শান্তনু বলছেন, ‘হিস্টোরিক্যাল মিস্ট্রিই এই ছবির মূল বিষয়। টলিউডে ইতিহাস নিয়ে গোয়েন্দা গল্প সে ভাবে দেখা যায়নি। সেই অভাবই পূরণ করবে এই ছবি। তবে ছবিটা দর্শক নিলেই হবে সার্থকতা।’
advertisement
সৌমিত্রর পাশাপাশি ছবিতে দেখা যাবে টলিউডের আর এক বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দকে। তাঁর চরিত্রটির নাম তাপসরঞ্জন। সৌমিত্র, বরুণ ছাড়াও সব্যসাচী চক্রবর্তী, দেবদূত ঘোষ, অঙ্কিতা মজুমদারের মতো শিল্পীরাও থাকছেন এই ছবিতে। ছবিতে দেখা যাবে অনুপ পানকেও ৷ ছবিতে সৌমিত্রের সহকারীর চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ এই ছবির প্রয়োজকও অনুপ পান ৷ আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবি।