TRENDING:

লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে মুক্তি, ষষ্ঠীতেই '১১ মাসের মা' হওয়ার রহস্য মেটাবেন কোয়েল

Last Updated:

ছবি মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পরিচালক ও প্রযোজককে৷ তারই মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে খুলছে প্রেক্ষাগৃহ৷ এবং একে একে তৈরি হচ্ছেন পরিচালক ও প্রযোজকরা তাঁদের ছবি মুক্তির জন্য৷ খুব স্বাভাবিক, বেশ কিছু বাংলা ছবি মুক্তি পাবে এই পুজোতে৷ বাংলা ছবির মুক্তির জন্য যে দু’ তিনটি নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে অন্যতম দুর্গা পুজো, পয়লা বৈশাখ ও বড়দিন৷ লকডাউনের ফলে পয়লা বৈশাখে বন্ধ ছিল সব ছবির মুক্তি৷ তাই সেই সব ছবির ডেট পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে পুজোতে৷ যে সব ছবি এবার মুক্তি পাচ্ছে হলে, তার মধ্যে রয়েছে সৌকর্য্য ঘোষাল পরিচালিত ও কোয়েল মল্লিক অভিনীত রক্ত রহস্য৷
advertisement

অবশেষে মুক্তির দিন ঘোষিণা হল রক্ত রহস্য ছবির৷ সৌকর্য্যে এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে৷ একেবারে অন্য রকমভাবে স্ক্রিনে দেখা যাবে কোয়েলকে৷ তিনিই এই ছবির প্রধান চরিত্রে৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রক্ত রহস্য ছবিটি মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর, ষষ্ঠীর দিন৷ মা হওয়ার পর প্রথম ছবি মুক্তি পাচ্ছে কোয়েলের৷

ছবি মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পরিচালক ও প্রযোজককে৷ তারই মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন৷ বাস্তবে মা হয়েছেন তিনি৷ লড়তে হয়েছে করোনার বিরুদ্ধেও৷ আপাতত ধীরে ধীরে কাজেও ফিরছেন কোয়েল৷ ছবিতে কাকতালীয় ভাবে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে৷ কিন্তু সেখানে রয়েছে এক রহস্যে মোড়া গল্প৷

advertisement

শ্যুটিং-এর সময় থেকেই কোয়েলের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন পরিচালক৷ তিনি জানিয়েছেন যে স্বর্ণজা চরিত্রের জন্য কোয়েল ছাড়া অন্য কাউকে তিনি ভাবতেও পারেনি৷ এবং ছবিতে কোয়েলের অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও মত সৌকর্যের৷ কোন রকম তারকাসুলভ মনোভাব নেই কোয়েলের৷ বরং শ্যুটিং ফ্লোরের নানা অসুবিধার মধ্যেও দারুণ মানিয়ে নিয়ে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, জানিয়েছেন পরিচালক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চনা মল্লিক, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷ এটি একটি ইমোশনাল থ্রিলার৷ ইতিমধ্যেই কোয়েলের মা হওয়ার খবর সকলের জানা৷ এই বছরই মা হতে চলেছেন তিনি৷ তার আগে মুক্তি পাবে রক্ত রহস্য, যা নিঃসন্দেহে অভিনেত্রীর জীবনেও স্পশ্যাল বলাই বাহুল্য৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে মুক্তি, ষষ্ঠীতেই '১১ মাসের মা' হওয়ার রহস্য মেটাবেন কোয়েল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল