TRENDING:

লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে মুক্তি, ষষ্ঠীতেই '১১ মাসের মা' হওয়ার রহস্য মেটাবেন কোয়েল

Last Updated:

ছবি মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পরিচালক ও প্রযোজককে৷ তারই মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে খুলছে প্রেক্ষাগৃহ৷ এবং একে একে তৈরি হচ্ছেন পরিচালক ও প্রযোজকরা তাঁদের ছবি মুক্তির জন্য৷ খুব স্বাভাবিক, বেশ কিছু বাংলা ছবি মুক্তি পাবে এই পুজোতে৷ বাংলা ছবির মুক্তির জন্য যে দু’ তিনটি নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে অন্যতম দুর্গা পুজো, পয়লা বৈশাখ ও বড়দিন৷ লকডাউনের ফলে পয়লা বৈশাখে বন্ধ ছিল সব ছবির মুক্তি৷ তাই সেই সব ছবির ডেট পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছে পুজোতে৷ যে সব ছবি এবার মুক্তি পাচ্ছে হলে, তার মধ্যে রয়েছে সৌকর্য্য ঘোষাল পরিচালিত ও কোয়েল মল্লিক অভিনীত রক্ত রহস্য৷
advertisement

অবশেষে মুক্তির দিন ঘোষিণা হল রক্ত রহস্য ছবির৷ সৌকর্য্যে এই ছবি নিয়ে আগ্রহ রয়েছে৷ একেবারে অন্য রকমভাবে স্ক্রিনে দেখা যাবে কোয়েলকে৷ তিনিই এই ছবির প্রধান চরিত্রে৷ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় রক্ত রহস্য ছবিটি মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর, ষষ্ঠীর দিন৷ মা হওয়ার পর প্রথম ছবি মুক্তি পাচ্ছে কোয়েলের৷

ছবি মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে পরিচালক ও প্রযোজককে৷ তারই মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছে অনেক পরিবর্তন৷ বাস্তবে মা হয়েছেন তিনি৷ লড়তে হয়েছে করোনার বিরুদ্ধেও৷ আপাতত ধীরে ধীরে কাজেও ফিরছেন কোয়েল৷ ছবিতে কাকতালীয় ভাবে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে৷ কিন্তু সেখানে রয়েছে এক রহস্যে মোড়া গল্প৷

advertisement

শ্যুটিং-এর সময় থেকেই কোয়েলের প্রসংশায় পঞ্চমুখ ছিলেন পরিচালক৷ তিনি জানিয়েছেন যে স্বর্ণজা চরিত্রের জন্য কোয়েল ছাড়া অন্য কাউকে তিনি ভাবতেও পারেনি৷ এবং ছবিতে কোয়েলের অভিনয় তাকে মুগ্ধ করেছে বলেও মত সৌকর্যের৷ কোন রকম তারকাসুলভ মনোভাব নেই কোয়েলের৷ বরং শ্যুটিং ফ্লোরের নানা অসুবিধার মধ্যেও দারুণ মানিয়ে নিয়ে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, জানিয়েছেন পরিচালক৷

advertisement

কোয়েল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, লিলি চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চনা মল্লিক, বাসবদত্তা চট্টোপাধ্যায়৷ এটি একটি ইমোশনাল থ্রিলার৷ ইতিমধ্যেই কোয়েলের মা হওয়ার খবর সকলের জানা৷ এই বছরই মা হতে চলেছেন তিনি৷ তার আগে মুক্তি পাবে রক্ত রহস্য, যা নিঃসন্দেহে অভিনেত্রীর জীবনেও স্পশ্যাল বলাই বাহুল্য৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
লকডাউনের গেরো কাটিয়ে অবশেষে মুক্তি, ষষ্ঠীতেই '১১ মাসের মা' হওয়ার রহস্য মেটাবেন কোয়েল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল