তাঁর একটি ছেলে রয়েছে রিশিথ। মায়ের কাছেই গানের তালিম নেয় ছোট্ট ছেলেটি। সকালে উঠে রেওয়াজ করে শুরু হয় মা-ছেলের দিন। রিশিথের তবলা যেন অন্য ভাষায় কথা বলে। এইটুকু ছেলের এই অসাধারণ দক্ষতা মন কেড়ে নেয় সকলের। কৌশিকী তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন যেখানে রিশিথ তবলা বাজিয়ে গান গাইছে। কৌশিকী ক্যাপশনে লেখেন, ও আমায় অবাক করছে। আমার থেকেও ভাল করছে। এই ভিডিওগুলো শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়। অনেকে এই ভিডিও দেখে মনে করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তীকেও।
advertisement
Location :
First Published :
May 28, 2020 7:38 PM IST