জানা যায়, ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন কবীর বেদী। উপস্থিত প্রাক্তন পর্ণস্টার ও বর্তমান বলিকুইন সানি লিয়নও! ক্যালেন্ডারে অভিনব 'লুক'-এ দেখা মিলেছে সানির। সম্পূর্ণ নগ্ন হয়ে বসে রয়েছেন, শরীরের সামনের দিকে একটা খোলা বই দু'হাতে ধরা। চূড়ান্ত লাস্যময়ী ছবিটি ইতিমধ্যেই তোলপাড় ফেলেছে! ছবিটি দেখা ফিদা কবীর বেদীও! সানি লিয়নের সঙ্গে দেখা হতেই 'বেবি ডলের' মোবাইল নম্বর চেয়ে বসলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা।
advertisement
সূত্রের খবর, কবীর বেদীকে নিজের নম্বর দিতে রাজি হননি সানি। উলটে, ধরিয়ে দেন স্বামী ড্যানিয়েল ওয়েবারের ফোন নম্বর
নিজের ছবির থেকে বেশি ব্যক্তিগত জীবন...সব সময়েই চর্চায় থাকেন বলিউডের জনপ্রিয়া অভিনেতা কবীর বেদী ৷ প্রথমবার বিয়ে করেছিলেন ওডিশি নৃত্যশিল্পী প্রতিমা গৌরি বেদীকে, প্রতিমা ও কবীর বেদীর সন্তানই পূজা বেদী ৷ বেশ কয়েক বছর পরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে ৷ প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে কবীর বেদী ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুদজন এম্ফ্রেসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়িছিলেন ৷ কিছুদিন পরে তাঁরা বিয়েও করেছিলেন ৷ তাঁদের বিয়েও বেশিদিন টেকেনি ৷ ফের বিবাহ বিচ্ছেদের মুখোমুখি হয়েছিলেন কবীর বেদী ৷ এরপরে কবীর বেদী টিভি ও রেডিও সঞ্চালক নিক্কির সঙ্গে ১৯৯২ সালে বিয়ে করেছিলেন ৷ সেই বিয়েও টেকেনি কবীরের এরপরে ৭০ বছর বয়সে কবীর বেদী পারভিন দোসাঁজের সঙ্গে চতুর্থবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ পারভিন একজন টিভি প্রযোজক ৷ ১০ বছর একে অপরের সঙ্গে ডেট করেছেন তাঁরা ৷ ২০১৬-তে দু'জনে বিয়ে করেছিলেন ৷ কবীরে বেদীর চতুর্থ স্ত্রী তাঁর মেয়ে পূজা বেদীর থেকে মাত্র ৫ বছরের ছোট ৷ এই বিয়ের পরে শোনা গিয়েছিল পূজার সঙ্গে কবীরের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল ৷
বলিউড ও হলিউডে চুটিয়ে কাজ করেছেন। অ্যাক্টং কেরিয়ার শুরু করেছিলেন তাজমহল ছবি দিয়ে ৷ এরপর খুন ভরি মাং, ধাগে, ম্যায় হুঁ নার মত ছবিতে অভিনয় করেছেন ৷ নিজের জীবন নিয়ে কবীর বেদী সব সময়েই খবরের সিরোনামে থাকেন। ৭০ বছর বয়সে মেয়ের বয়সী এক যুবতীকে বিয়ে করে বেশ চর্চায় ছিলেন ৷ এমনকী বলিউডের অন্যতম জনপ্রিয় অবিনেত্রী পারভিন ববির সঙ্গেও প্রেমে জড়িয়েছিলেন। কবীর বেদী